Thursday, March 27, 2014

পাঁচ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ

রংপুর: শপথ নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হওয়া নবনির্বচিত ৫ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী রোববার তাদের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালত পরিদর্শক জতিন্দ্রনাথ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারি থানার নবনির্বাচিত উপজেলা চেয়্যারম্যান আবদুর রহমান আবদার, বোদা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানি ও ভাইস চেয়ারম্যান আবদুর বাসেত সাজ্জান

এদের মধ্যে আব্দুর রহমান আব্দার ও ভাইস চেয়ারম্যান মো. শাহাজান এর বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধাদান এবং সফিউল্লাহ সুফির বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগেসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কর্যালয়ের সামনে থেকে তাদের গেফতার করা হয়। 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজেম হোসেন জানান, নবনির্বচিত উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানি ও ভাইস চেয়ারম্যান আবদুর বাসেত সাজ্জানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগসহ ৯টি করে মামলা রয়েছে। 

শপথ অনুষ্ঠান থেকে মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত এবং বোদা উপজেলার চেয়াম্যান জনাব শফিউল্লাহসহ নবনির্বাচিত চেয়াম্যানদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর মাহবুবুর রহমান বেলাল, সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা এ টি এম আজম খান ও সেক্রেটারি অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফী।  

Monday, March 17, 2014

মা আমাকে মন্ত্রী বানাতে চেয়েছিলেন

রংপুর: ‘আমার মা আমাকে মন্ত্রী হতে বলেছিলেন। আমি রাজি হইনি। আমি আমার মাকে বলেছি, মন্ত্রীত্ব নয় আমি দেশের মানুষের সেবা করতে চাই।’

সোমবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জয় বলেন, ‘যখন ছোট ছিলাম আমার মা আমাকে ও আমার বোনকে বলেছিলেন, তোমার নানার যে পরিচয়-সুনাম, তার প্রতি বাংলার মানুষের যে ভালোবাসা, কোনদিন এমন কিছু করবে না, যাতে এই নামটির বদনাম হয়। আমরা সে কথা রেখেছি। আমরা বাবার মতো পড়ালেখা শিখেছি। নিজের পায়ে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশে কোনদিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। আমরা এই মহান নেতার বদনাম হতে দেব না। আমার মা আমাকে বলেছিল এসো তোমাকে মন্ত্রী বানিয়ে দেই। আমি বলেছি, আগে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবো। ভোট ও পদ ওগুলো পরে হবে।’

উপজেলা নির্বাচনের কথা উল্লেখ করে জয় আরো বলেন, ‘বিশ্বে নির্দলীয় বলে কোনো নির্বাচন হয় না। উন্নত বিশ্বের সব দেশে সব (স্থানীয় সরকার) নির্বাচন দলীয়ভাবে হয়ে থাকে।’

তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তখন কেউ হারাতে পারে না। বিগত আওয়ামী লীগ সরকারের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় দেশবাসী আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ লাভবান হয়।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি, জাতীয় সংসদের হুইপ এবং দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল।

এর আগে জয় তার বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়া ও দাদা-দাদীর কবর জিয়ারত করেন। তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর তিনি কর্মী সভার মঞ্চে উঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দেন। এবং বঙ্গবন্ধুর ৯৪তম জন্মদিনের কেক কাটেন।

এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু জয়কে ফুলেল শুভেচ্ছা দেন।

প্রতিমন্ত্রী পলক এমপি বলেন, ‘পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে ১০ কিলোমিটার করে রাস্তা পাকা করা হবে।’

প্রতিমন্ত্রী বিপু এমপি বলেন-‘পীরগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। শুধু তাই নয়, যে নেতা আমাদের দিকে একবার তাকালে উন্নয়ন হয়, সেই নেতা পীরগঞ্জের মাটির সন্তান সজীব ওয়াজেদ জয়। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।’

প্যান্ট আর টি-শার্ট পরিহিত তরুণ এ রাজনীতিক কালো চশমা চোখে মঞ্চে উঠতেই স্লোগান আর করতালিতে মুখর হয়ে উঠে জয় সদন চত্বর।

তিনি বক্তব্যের একপর্যায়ে স্থানীয় নেতাদের অনুরোধ করে বলেন, ‘দেশের জন্য কাজ করেন, এলাকার জন্য কাজ করেন।’

কর্মীসভায় উপস্থিত ছিলেন, রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আন্তঃপেশা ও সমন্বয় বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, ছাত্রলীগ ক্দ্রেীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রনি, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক তাজিমুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতারা।

Wednesday, March 12, 2014

'পোকা তাড়াবে ‘ডিজিটাল কীটনাশক’

রংপুর: পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করতে এখন আর জমিতে কীটনাশক ছিটাতে হবে না। হবে না কোনো পরিবেশদূষণ, নষ্ট হবে না মাটির উর্বরতা শক্তি। শব্দ শুনিয়েই তাড়ানো যাবে পোকামাকড়। এ জন্য সৌরশক্তি ব্যবহার করে একটি যন্ত্র বানিয়েছেন রংপুরের একদল শিক্ষার্থী। যন্ত্রটি তৈরি করতে খরচ পড়েছে মাত্র এক হাজার ৩৭৫ টাকা। এরপর বিনা খরচে ওই যন্ত্র ব্যবহার করে বারবার পোকামাকড় তাড়ানো যাবে। তাঁরা যন্ত্রটির নাম দিয়েছেন ‘ডিজিটাল কীটনাশক মেশিন’।

যন্ত্রটি তৈরি করেছেন রংপুরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইইটি) কারিগরি প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড মেকানিক্যাল বিভাগের বিভিন্ন সেমিস্টারের ২৬ জন শিক্ষার্থী। গত ফেব্রুয়ারিতে তাঁরা রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল মেলায় যন্ত্রটি প্রদর্শন করে প্রথম পুরস্কার পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ডিজিটাল মেলার আয়োজকদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মিজানুর রহমান বলেন, যন্ত্রটি পরীক্ষা করে এর কার্যকরিতা পাওয়া গেছে।

যন্ত্রটি দিয়ে মশা-মাছিও তাড়ানো সম্ভব। সে জন্য এর শব্দতরঙ্গে খানিকটা পরিবর্তন আনতে হবে বলে জানান এর প্রধান উদ্যোক্তা আইইটির ইলেকট্রিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র জিয়াউদ্দিন পাইলট।

যন্ত্রে যা আছে: যন্ত্রটি প্রস্থে দুই ফুট এবং উচ্চতায় তিন ফুট। এর চারদিকে চারটি ছোট স্পিকার আছে, যা দিয়ে চারপাশে শব্দ বের হয়। একটি ড্রাইসেল ব্যাটারি, একটি ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি), একটি সোলার প্যানেল, একটি চিপ, একটি টুইটার ও কিছু বৈদ্যুতিক তার রয়েছে।

যেভাবে কাজ করে: ডিজিটাল যন্ত্রটির কার্যকরিতা দেখতে গত বৃহস্পতিবার আইইটির ১২-১৩ জন শিক্ষার্থীর সঙ্গে এই প্রতিবেদক রংপুর নগরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার একটি ধানখেতে যান। শিক্ষার্থীরা প্রথমে ধানখেতে যন্ত্রটি রাখেন। এর ওপর সোলার প্যানেল বসিয়ে সূর্যের দিকে তাক করে রাখেন। এরপর যন্ত্রের একটি সুইচ অন করেন। ঠক করে শব্দ হয়। কাঁপুনি দিয়ে যন্ত্রটি চালু হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আর শব্দ বোঝা যায় না। কিন্তু যন্ত্রটি চলছিল। কয়েক সেকেন্ড পরেই দেখা যায়, যন্ত্রের আশপাশের পোকামাকড় ছোটাছুটি করে পালাচ্ছে। যন্ত্রটির ব্যাপারে জিয়াউদ্দিন বলেন, এটি চালু করার পর একধরনের অডিও সিগন্যাল ও আলট্রাসাউন্ডের ভয়ে পোকামাকড় পালিয়ে যায়। এটি দূষণমুক্ত শব্দ, যা শুধু পোকামাকড় বুঝতে পারে।

যেভাবে তৈরি: ফসল ফলাতে জমিতে প্রতিনিয়ত রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হয়, যা পরিবেশ ও মানুষের শরীরে বিরূপ প্রভাব ফেলে। কীটনাশক ছাড়া পোকামাকড় দমনের উপায় নিয়ে এক বছর ধরে কাজ করতে থাকেন জিয়াউদ্দিন।

জিয়াউদ্দিন বলেন, ‘যন্ত্রটি তৈরি করতে তিন মাস সময় লেগেছে। প্রথমে একধরনের শব্দ সৃষ্টি করে খেতের মধ্যে প্রয়োগ করতে থাকি। এই শব্দ শোনার পর পোকামাকড় দূরে পালিয়ে যায়। যতদূর শব্দ যায়, ততদূর সরে যায়। ছোট্ট এই যন্ত্র চালু করলে প্রায় দেড় শতাংশ এলাকায় কোনো পোকামাকড় ভিড়তে পারবে না। এভাবে বিভিন্ন জায়গায় যন্ত্রটি বসিয়ে চালু করে পোকামাকড় তাড়ানো যায়। তবে শব্দের দূরত্ব বাড়ানো যাবে। এ জন্য যন্ত্রটি বড় আকারে বানাতে হবে।’ জিয়াউদ্দিন আরও বলেন, যন্ত্রটি খুব সহজে বহনযোগ্য। একবার তৈরি করলে কয়েক বছর চালানো যাবে। এক খেত থেকে অন্য খেতেও নেওয়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কীটনাশক বারবার কিনে জমিতে দিতে হয়। অথচ ডিজিটাল যন্ত্রটি তৈরি করতে একবারই খরচ হয়। অল্প খরচে পরিবেশদূষণ ছাড়াই পোকামাকড় তাড়ানো যায়।

Wednesday, February 26, 2014

জনপ্রিয় হয়ে উঠছে ঠাকুরগাঁও বাংলাদেশ বেতারের এফএম সার্ভিস

ঠাকুরগাঁও: এফএম ব্যান্ডে প্রচারের জন্য ঠাকুরগাঁও বেতারের শ্রোতা সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই পরীক্ষামূলক এফএম সম্প্রচার কার্যক্রম চলছে এফএম ৯২ মেগাহার্জে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। সম্প্রচারিত এই অনুষ্ঠান জেলার তরুণদের নিকট এখন খুবই জনপ্রিয়। 

দুই ঘণ্টার এ অনুষ্ঠানটি স্থানীয় শিল্পীদের গাওয়া গান ছাড়াও ব্যান্ড সঙ্গীত, সিনেমার গানের অনুষ্ঠান ও সর্বশেষ জনপ্রিয় গান প্রচার করে থাকে। এছাড়া প্রতি সপ্তাহের সোমবারের লাইভ অনুষ্ঠানটিতে শ্রোতারা ০১৭৭৪৮৬৩৬০৯ নম্বরে এসএমএস করে সরাসরি তাদের পছন্দের গান শুনতে পারেন। ফেইসবুকে ‘এফএম ৯২ মেগাহার্জ, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও’ নামে একটি ফ্যান পেইজ তৈরি করেছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সহকারী পরিচালক হাসান মো. হাফিজুর রহমান টুটুল।

তিনি বলেন, শ্রোতাদের পছন্দের গানগুলো দিয়ে আমরা প্লে-লিস্ট করে থাকি। পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম হলেও আগে যেখানে শুধু পুরনো দিনের গান শোনানো হতো সেখানে এখন শ্রোতাদের চাহিদা অনুযায়ী পুরনো ও নতুন সব ধরনের গান শোনানো হয়। শ্রোতারা এখন ইন্টানেটে এসএমএস-এর মাধ্যমে এবং আমাদের ফেইসবুকে ফ্যান পেইজের মাধ্যমে তাদের পছন্দের গানের কথা আমাদের জানাতে পারেন।

তিনি জানান, এখন সপ্তাহে শুধু একদিন এসএমএস ফিডব্যাক দেয়া হয়। আর এতে ২ ঘণ্টায় প্রায় দেড় হাজার এসএমএস পাওয়া যায়, যারা তাদের পছন্দের গান শুনতে চান। এ লাইভ অনুষ্ঠানটির সময় আরো বাড়ানো হবে বলে তিনি আশা করছেন। সেই সঙ্গে ফেইসবুকে আড্ডার জন্য আরও একদিন লাইভ অনুষ্ঠান করা যায় কিনা, সেটাও চিন্তার মধ্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও-এর আঞ্চলিক পরিচালক শ্যামল কুমার দাস বলেন, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও অত্র এলাকার মানুষের জন্য বিনোদনের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমুলক তথ্য প্রচার করে আসছে। ইতোমধ্যে বিবিসির সাথে বাংলাদেশ বেতারের একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, স্যাটেলাইট ডিশ এন্টিনা ও রিসিভার বসানোর পর দৈনিক চারটি স্লটে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের এফ এম ৯২.০ মেগাহার্জে বিবিসির বাংলা সংবাদ শোনা যাবে।

Monday, February 24, 2014

পীরগঞ্জে বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল এগিয়ে

রংপুর : রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ এগিয়ে রয়েছেন। ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৯৮১ ভোট। তার নিকটতম প্রপ্রিন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম ছায়াদত হোসেন  পেয়েছেন ২৫ হাজার ৭৯৭ ভোট। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এই উপজেলায় জাতীয় সংসদের উপ-নির্বাচন গত ২০শে ফেব্রুয়ারি দিন ধার্য ছিল। বিনা প্রতিপ্রন্দ্বতায় স্পিকার ড. শিরীন শারমিন নির্বাচিত হওয়ায় ২০  ফেব্রুয়ারি এই নির্বাচন হয়নি।  কিন্তু নির্বাচন কমিশনের বিধি মোতাবেক জাতীয় নির্বাচনের আগে বা পরে নির্বাচন হওয়ার নিয়ম না থাকায় প্রথম দফায় এই উপজেলা নির্বাচন ১৯ ফেব্রুয়ারি না হয়ে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

Sunday, February 16, 2014

রংপুরে সড়ক অবরোধ

রংপুর : রংপুর মেডিকেল কদলেজের কর্মচারীরা ঢাকা-দিনাজপুর মহাসড়ক এক ঘন্টাব্যাপি অবরোধ করে রাখে। 

জানা যায়,  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনের সন্ধানের দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ শেষে তারা হাসপাতালের সামনে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।  এ সময় রাস্তার দু ধারে শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেখানে রংপুর সহকারী সিনিয়র পুলিশ সুপার হুমায়ন কবীর লিংকনকে দ্রুত উদ্ধারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। 

পুলিশ ও লিংকনের পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে আব্রাহাম লিংকনকে আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয় একদল লোক অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায় । এরপর থেকে র‌্যাব পুলিশের কাছে গিয়েও কোন সন্ধান পাচ্ছেন না লিংকনের পরিবার। এ ঘটনায় একটি মামলা ও থানায় সাধারণ জিডি করেছেন লিংকনের স্ত্রী ফারজানা শারমিন। 

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি ও একটি অপহরণ মামলা হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লিংকনকে উদ্ধারের চেষ্টা করছি।

Thursday, February 6, 2014

লালমনিরহাটে বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয়রা

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তে আমিনুর রহমান (৩৫) নামের এক  বাংলাদেশিকে  ভারতীয় গ্রামবাসী ও বিএসএফ বেধড়ক পিটিয়ে হত্যা করেছে। পরে নিহতের লাশ টেনে হেঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

সীমান্ত ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৭২ নম্বর মেইন পিলারের নিকট থেকে বাংলাদেশি গরু ব্যবসায়ী আমিনুর রহমানকে ভারতীয় সীমান্তের অধিবাসীরা ধাওয়া করে বিএসএফের হাতে তুলে দেয়। এ সময় বিএসএফ ও গ্রামবাসীর বেধড়ক পিটুনিতে তার মৃত্যু হয়।

স্থানীয় বিজিবি জানিয়েছে, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে কড়া প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তের ওপার ভারতীয় অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

Wednesday, February 5, 2014

দিনাজপুরে কৃষকের আলু মহাসড়কে

দিনাজপুর : দাম পড়ে যাওয়ায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে আলু ঢেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করলেন চাষিরা।

এ সময় আলুচাষিরা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর ওই আলুর ওপর দিয়েই যান চলাচল শুরু হয়।
বুধবার দুপুর ১টার দিকে বীরগঞ্জ উপজেলা আলুচাষি সংগ্রাম পরিষদের ব্যানারে পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ে শতাধিক চাষি রাস্তায় আলু ফেলে এ প্রতিবাদ জানান।
 
এ সময় আলুচাষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফারুক হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সদস্য মঞ্জুরুল ইসলাম মিঠু, আলুচাষি আলীমুদ্দিনসহ আরো অনেকে। 

সমাবেশে আলীমুদ্দিন জানান, ‘তিন একর জমিতে আলু চাষ করেছি। খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু পাইকার এসে তিন একর আলুর দাম বলেছে ১০ হাজার টাকা। তাই আলু তুলে নিয়ে এসে রাস্তায় ফেলে দিলাম। দেশবাসী জানুক, কৃষকেরা কেমন কষ্টে আছে।’

সমাবেশ শেষে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণ, ব্যাংকঋণ-সুবিধা, আলু সংরক্ষণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার আবু জাফরের কাছে স্মারকলিপি দেন আন্দোলনরত কৃষকেরা।

Tuesday, February 4, 2014

রংপুর বিভাগের উন্নয়নে মহাপরিকল্পনা চাইলেন স্থানীয় প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বঞ্চনায় পিছিয়ে পড়া রংপুর বিভাগের উন্নয়নে আলাদা মহাপরিকল্পনার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির এই নেতা বলেছেন, রংপুরের উন্নয়নে কোন দল নয় সাবর্জনীনভাবে কাজ করতে চান তিনি। 

গতাকল রাজধানীর সেগুন বাগিচায় রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার কেন্দ্রীয় দপ্তর উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব যমুনা টেলিভিশনের সিইও এবং ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু আলম মোহাম্মদ শহিদ খান। এতে বক্তৃতা করেন, সাংবাদিক নেতা- শাহেদ চৌধুরী, শফিকুল করিম সাবু, মুফদি আহমেদ, জাকারিয়া মুক্তা ও কেরামত উল্লাহ বিপ্লব। 

রাজধানীতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির এ অফিস সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী। তৃতীয়তলা ৮/৪/এ তোপখানা রোডের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের শতাধিক সদস্যও উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা রংপুর বিভাগ সাংবাদিক সমিতি থেকে সাংবাদিকদের জাতীয় সংগঠনগুলোতে নির্বাচিত নেতৃবৃন্দকেও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানান। 

অভিনন্দিত সাংবাদিক নেতারা হলেন- মেহেদী হাসান, জামিউল আহসান সিপু, অমিয় ঘটক পুলক, মানিক মুনতাসির ও তোফাজ্জল হোসেন। 

Sunday, February 2, 2014

ঠাকুরগাঁওয়ে ফের শৈত্য প্রবাহ, ৪৮ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

ঠাকুরগাঁও: আবারও ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহ শুরু হয়েছে।  এতে বেড়েছে শীতজনিত রোগ। গত ৪৮ ঘণ্টায় এ রোগে  হাসপাতালে ৪ শিশুসহ ৭ জনের  মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের তীব্রতা  বেড়ে যাওয়ায় শিশুরা ভুগছে ডায়ারিয়, নিউমোনিয়া, ব্রংকাইটিসসহ নানা রোগে। দু’দিনে  সদর হাসপাতালে দুই শতাধিক   শিশু ভর্তি হয়েছে। গত ৪৮ ঘন্টায় মারা গেছে ৪ শিশু ও ৩ বৃদ্ধ। মৃত শিশুরা ৫ থেকে ৬ মাস বয়সী।
১৮ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে  আসন  ক্ষমতার ৪ গুণ  শিশু ভর্তি হওয়ার ফলে একটি বেডেই থাকতে হচ্ছে ২-৩ জন শিশুকে। অনেক শিশুর জায়গা হয়েছে হাসপাতালের বারান্দা অথবা  মেঝেতে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার জানান, বেডের সংখ্যা অনুপাত হারে রোগীর সংখ্যা অনেক বেশি। মুমূর্ষু অবস্থায় শিশুদের হাসপাতালে নিয়ে আসাতে তাদের বাঁচানো যাচ্ছে না।

Saturday, February 1, 2014

রংপুরে খোলা মাঠে কোটি টাকার কৃষিঋণ বিতরণ

রংপুর: উত্তরবঙ্গের রংপুরের উত্তম এলাকার কৃষকদের মাঝে খোলা মাঠে প্রকাশ্যেকো ঋণ বিতরণ করেছে স্থানীয় ১৭টি ব্যাংক। মনোহর এলাকার মোট ১০৯ জন কৃষকের মাঝে প্রায় ১কোটি টাকা দেয়া হয়েছে। স্থানীয় সফরুজ্জামানসহ বিনীয় কৃষকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মনোহর সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম)’ কৃষক ক্লাবের উদ্যোগে আয়োজিত এক কৃষক কৃষাণী সমাবেশে কৃষকদের মাঝে ঋণের চেক তুলেদেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। 

আইসিএম কৃষক ক্লাবের সভাপতি তহিদুল ইসলাম তুহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের জিএম প্রভাষ চন্দ্র মল্লিক, গ্রীণ ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের জিএম আবুল মনছুর আহমেদ, রংপুর অফিসের জিএম মো. বজলার রহমান মোল্যা, প্রবাসী ব্যবসায়ী হাসানুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা মো ভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেন, হয়রানিমুক্ত কৃষি ঋণ বিতরণ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কৃষি ঋণ নীতিমালা দিয়ে আসছে। একই নীতিমালার আওতায় সব ব্যাংক ঋণ বিতরণ করে থাকে। এক্ষেত্রে কৃষক থেকে কোন ব্যাংকের বিরুদ্ধে বাড়তি চার্জ আদায় বা অন্য কোন নামে ঘুষ নেয়ার অভিযোগ আসলে সঙ্গে-সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। 
তিনি বলেন, কৃষি প্রধান এদেশে একটি সময় বড় ধরনের খাদ্য ঘাটতি ছিল। পরবর্তি সময়ে দেশের জনসংখ্যা বেড়ে ১৬কোটি হয়েছে। অথচ এখন দেশে কোন ঘাটতি নেই। এধারা অব্যাহত রাখতে কৃষকদের পাশাপাশি সব পক্ষকে ভূমিকা রাখতে হবে। এসকে সুর বলেন,দেশের খাদ্যেও বড় অংশের জোগান হয় রংপুর থেকে। অথচ এ অঞ্জলে সর্বনাশা তামাকের চাষ বাড়ছে। এটি ঊহৃ কওে কুীপণ্য চাষে মনোযোগি হওয়ার অনুরোধ জানান। 

কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগের জিএম প্রভাষ চন্দ্র মল্লিক বলেন, একটি সময় শুধু রাষ্ট্রীয় ও বিশেষায়িত ব্যাংকগুলো কৃষকদের ঋণ দিতো। বর্তমানেকেন্দ্রীয় ব্যাংকের যুগপযোগী নীতমালার ফলে বেসরকারি ও বিদেশীসহ সব ব্যাংক কৃষি ঋণ দিচ্ছে। এছাড়া সরকারের ভর্তুতীর আওতায় আমদানি বিকল্প ফসল চাষে ৪ শতাংশ সুদে দেয়া ঋণ নেয়ার জন্য তিনি কৃষকদের অনুরোধ করেন।

এদিকে রংপুর এলাকার স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ে ‘স্কুলব্যাংকিং সমাবেশের’ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধায়নে স্থানীয় ৩৪ টি ব্যাংক এ সমাবেশে অংশ নিয়েছে। 

Friday, January 31, 2014

রংপুরের মিঠাপুকুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে আজ শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত ও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনে ডাকাতি করে রংপুরে ফিরছিলেন।
নিহত তিনজন হলেন ময়মনসিংহের রিপন মিয়া (৩৫) ও শরীয়তপুরের আনোয়ার হোসেন (৩৬) আহমেদ আলী (৩৫)। আটক তিনজন হলেন শরীয়তপুরের রনি মিয়া (৩২), গাজীপুরের আজাদ রহমান (৩৫) ও মাদারীপুরের ফরহাদ রহমান (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ ভোর পাঁচটার দিকে শঠিবাড়ি ফিলিং স্টেশনে ডাকাতি করে রংপুরে যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুর এলাকায় হাইওয়ে পুলিশ একটি প্রাইভেট কারের গতিরোধ করলে গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর ডাকাতেরা গাড়ি থেকে নেমে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে আনোয়ার হোসেন, রিপন মিয়া ও আহমেদ আলী গুলিবিদ্ধ হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথম দুজন মারা যান। দুপুর দেড়টার দিকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আহমেদ আলী মারা যান বলে হাসপাতালের উপপরিচালক আবদুস সালাম জানান।
পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে আহত চার পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, এসআই সুমন পারভেজ, কনস্টেবল আবদুল হামিদ ও জিয়ারুল ইসলাম।
আটক ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল, একটি ছোরা, গাড়ির একাধিক নম্বরপ্লেট ও এক লাখ ১৯ হাজার ৩৮৪ টাকা পাওয়া গেছে। 
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পেট্রলপাম্পের ব্যবস্থাপক মাহফুজ হোসেন বলেন, ‘আমার ছোট ভাই মাসুদ রানা ও আরেকজন দায়িত্বে ছিলেন। ডাকাতেরা তাঁকে বেঁধে এক লাখ ১৯ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়।’

Tuesday, January 28, 2014

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন শিরীন শারমিন


রংপুর-৬ আসনের উপনির্বাচনে বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফরিদ আহামদ এ ঘোষণা দেন।
গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শিরীন শারমিন চৌধুরী ছাড়া এ আসনে আর কোনো প্রার্থী ছিল না।
আজ মনোনয়নপত্র বাছাই হয়। একক প্রার্থী হিসেবে শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নপত্রটি বৈধ হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
আগামী ৩ ফেব্রুয়ারি রংপুর-৬ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কমিশন সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তা শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পর আজ বিকেল পাঁচটার মধ্যে গেজেট করা হতে পারে। এ ক্ষেত্রে আগামীকাল সকালে তিনি সাংসদ হিসেবে শপথ নিতে পারেন। সংসদ কার্যপ্রণালি অনুযায়ী, স্পিকার সাংসদ নির্বাচিত হলে তিনি নিজেই নিজের শপথবাক্য পাঠ করবেন।
দশম জাতীয় সংসদের স্পিকার পদে এখন পর্যন্ত প্রার্থী ঠিক করা না হলেও গতকাল থেকে বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সম্ভাবনা বেড়ে গেছে বলে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে। রংপুর-৬ আসনের উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় স্পিকার পদ গ্রহণে আর কোনো জটিলতা নেই।

Monday, January 27, 2014

এমপি হওয়ার পথে শিরিন শারমিন

রংপুর: তিনি যখন জাতীয় সংসদের স্পিকার মনোনীত হন তখন বেশ সমালোচনার ঝড় বয়ে যায়্। তিনি যেহেতু সরাসরি জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি নন তাই তার এই পদে যাওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে কেউ কেউ। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় সংসদের মূল ৩০০ আসনের একটিই জিতছেন।
সোমবার নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুসারে রংপুর-৬ আসনে জন্য মনোনয়নপত্র জমা দেন শিরিন শারমিন চৌধুরী। এসময় ওই আসনে প্রতিদ্বন্দিতার জন্য আর কোনো মনোনয়ন জমা পরেনি।
নির্বাচন কমিশনের আইন অনুসারে শিরিন শারমিনের মনোনয়নে কোনো ক্রটি না থাকলে পরশু তাকে নির্বাচিত ঘোষণা করতে কমিশনের আর কোনো বাধা থাকবে না। তাই এই অবস্থায় বলা যায় শিরিন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনের নতুন সংসদ সদস্য।
প্রসঙ্গত রংপুর-৬ আসনে মূল নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা নির্বাচিত হন। সেই সাথে তিনি গোপালগঞ্জ -৩ আসনে নির্বাচিত হন। শপথ গ্রহণের পরে প্রধানমন্ত্রী রংপুর-৬ আসন ছেড়ে দিলে সেটি শুন্য হয়।
তবে মূল আসনের সংসদ সদস্য হলে এবারও শিরিন শারমিন পাচ্ছেন না সরসরি ভোটের স্বাদ। তাই সরসরি নির্বাচনে সাংসদ হওয়ার আক্ষেপ তার রয়েই যাচ্ছে।
শিক্ষা জীবনে অসাধারণ কৃতিত্ব দেখানো শিরিন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। তার বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন স্বাধীনতার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। তার মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন। তার নানা সিকান্দার আলী ছিলেন পূর্ব পাকিস্তান হাই কোর্টের বিচারপতি।
১৯৮৩ সালে ঢাকা বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকার এসএসসি পাস করেন শিরিন। দুই বছর পর একই বোর্ড থেকে মানবিক বিভাগে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান নিয়ে এইচএসসি উত্তীর্ণ হন তিনি।
১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি (অনার্স) এবং ১৯৯০ সালে ওই স্থান অটুট রেখেই এলএলএম ডিগ্রি নেন শিরিন শারমিন।
এরপর উচ্চ শিক্ষার জন্য কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে যান তিনি। ২০০০ সালে এসেক্স ইউনিভার্সিটি ‘রাইট টু লাইফ’ অভিসন্দর্ভের জন্য তিনি পিএইচডি লাভ করেন।
১৯৯২ সালে বার কাউন্সিল আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন শিরিন। ১৯৯৪ সালে হাই কোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন তিনি।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পরিচালনার দায়িত্বে থাকা আইনজীবীদের একজন তিনি।
শিরিন শারমিন ২০০৩ সালে বাংলাদেশ বার কাউন্সিল লিগাল ডিভিশনের এডিটর ছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল এফেয়ার্সের (বিলিয়া) নির্বাহী কমিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য তিনি।
আইনজীবী হিসাবে পেশাগত জীবনে নারীর সম-অধিকারের জন্য কাজ করে আসছেন শিরিন শারমিন। তিনি প্রতিমন্ত্রী থাকা অবস্থায়ই ‘নারী উন্নয়ন নীতিমালা’ সংসদে পাস হয়।
শিরিন শারমিনের স্বামী ওষুধ শিল্পের পরামর্শক সৈয়দ ইশতিয়াক হোসেন। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

Sunday, January 26, 2014

নির্বাচিত হলে পীরগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবো: স্পিকার

রংপুর : জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী  বলেছেন, রংপুর-৬ আসনের উপ-নির্বাচনে জয়ী হতে পারলে সব সময় পীরগঞ্জের মানুষের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে পীরগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট থাকবো।

রোববার দুপুর একটায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এ টি এম জিয়াউল ইসলামের কাছে রংপুর-৬ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে পেরে আমি গর্বিত। এটি আমার জীবনের বড় পাওয়া। 


এ সময় রংপুর-৫ মিঠাপুকুর আসনের এমপি ও আ.লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, উপজেলা আ.লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সাধারন সম্পাদক এডভোকেট তাজিমুল ইসলাম শামিম, আ.লীগ নেতা মমিনুল হক রনতু, সাইফুল নেওয়াজ শাকিল, মোনায়েম সরকার মানু, মোস্তাফিজার রহমান বাবলু, ময়নুল ইসলাম লাভলু, এ টি এম মাজহারুল আলম মিলন, জেলা যুবলীগ আহবায়ক এইচ এন রাশেদুন্নবী জুয়েল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুজ্জামান শাকিল, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুন্নবী রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Saturday, January 25, 2014

খালেদা জিয়াকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ হাসিনার

গাইবান্ধা: পাকিস্তান ‘প্রীতির’ কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া খালেদার উদ্দেশে তিনি বলেন, ‘যতই চেষ্টাই করেন, বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে পারেন নাই, যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না।’
শনিবার বিকেলে গাইবান্ধার শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 
নির্বাচন-পূর্ববর্তী ও নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত এবং হতাহত ব্যক্তি ও পরিবারগুলোকে সহায়তা দিতে গাইবান্ধায় আসেন প্রধানমন্ত্রী। একই কারণে এর আগে তিনি যশোরের মালোপাড়ায় যান। খালেদা জিয়ার জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুলে ভর্তির সময় উনার জন্ম তারিখ একটা, বিয়ের সময় একটা, পাসপোর্টে একটা এবং জাতির পিতার শাহাদাতবার্ষিকী ১৫ আগস্টেও উনার জন্ম দিন। শুধু নিজের নয়, তার স্বামীর জন্ম তারিখও উনি বদলে ফেলেছেন। জিয়াউর রহমানের জন্ম তারিখ ১৯ জানুয়ারি; উনি বললেন ১৮ জানুয়ারি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিদ্যুত্, খাদ্য, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, অর্থনীতিসহ সব ক্ষেত্রে দেশে উন্নয়ন হয়। এ দেশের মানুষকে কিছু দিতেই ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে জনগণের সেবক।
শেখ হাসিনা বলেন, কোনো মা-বাবাকে পয়সা খরচ করে এখন বই কিনতে হয় না। সরকার তাদের হাতে বই তুলে দেয়।; বিএনপি-জামায়াত-শিবিরের হরতাল, অবরোধ ও রাস্তা কাটা সত্ত্বেও এ বছর আমরা সময়মতো বই শিক্ষার্থীদের পৌঁছে দিয়েছে।
খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার খুনিকে বাঁচাতে চেয়েছিলেন, পারেন নাই। যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে চেষ্টা করেছেন, পারেন নাই। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।’ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
৫ জানুয়ারি নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াতের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাইবান্ধায় চার পুলিশ সদস্যসহ ১০ জনকে হত্যা করা হয়েছে। তারা স্কুল-কলেজ ধ্বংস করেছে। এ সময় তিনি জানতে চান, মানুষ হত্যা, প্রিসাইডিং অফিসারের গায়ে আগুন দিয়ে, গরুকে হত্যা করে এবং ২০ হাজার গাছ কেটে ফেলে খালেদা জিয়া কী পেলেন।

বিএনপি রাজনীতি নয়, সন্ত্রাসী তাণ্ডব চালায়

এর আগে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে নির্বাচন-পূর্ববর্তী ও নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও হতাহত ব্যক্তিদের পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, রাজনীতি করার জন্য রাজনীতি করে না বিএনপি। তারা মানুষ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসী তাণ্ডব চালায়। বিএনপি যা করেছে, সেটা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। 

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকানোর নামে প্রিসাইডিং কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করে। অনেকের হাত-পায়ের রগ কেটে দেয়। তাদের হাত থেকে নারীরাও রক্ষা পাচ্ছে না। এত বীভত্স দৃশ্য কখনো দেখিনি। বিএনপি যা করেছে, তা জঙ্গিবাদী ঘটনা।’
ক্ষতিগ্রস্তদের মনের জোর রাখার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সন্তান ফেরত দিতে পারব না, তবে আপনাদের নিরাপত্তা দেব। আর যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য যা করা দরকার, তা-ই করব। দেশকে জঙ্গিবাদী হতে দেব না।’ 

স্থানীয় প্রশাসনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের কর্মকাণ্ড করে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যতটা কঠিন হওয়া দরকার, ততটা কঠিন হতে হবে।’ তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। কিন্তু বিএনপি-জামায়াত এই বিচার আইন মানবে না, তা হয় না। যেভাবে হোক, সন্ত্রাসীদের বিচার করা হবে। 

প্রধানমন্ত্রী সহিংসতায় হতাহত ও ক্ষতির শিকার হয়েছে, এমন ৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা দেন। নিহত তিনজনের পরিবারকে ১০ লাখ টাকা করে এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী দুপুর ১২টা ৫৫ মিনিটে গাইবান্ধা শহরের অদূরে তুলশীঘাট হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর তিনি গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে গিয়ে সহিংসতায় হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

গাইবান্ধা যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাইবান্ধা : দীর্ঘ আট বছর পর আগামীকাল শনিবার গাইবান্ধায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ। তৈরি করা হয়েছে অসংখ্য তোরণ।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে তার জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ প্রায় সম্পন্ন। ডগ স্কোয়াড দিয়ে তল্লাশির পাশাপাশি মঞ্চ, স্টেডিয়ামসহ শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। গাইবান্ধা শহরসহ জনসভাস্থলের আশেপাশের এলাকায় প্রশাসন এবং বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন।

প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে গাইবান্ধা শহরের অদূরে তুলশিঘাট হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে তিনি গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে দশম সংসদ নির্বাচনের আগে ও পরে সহিংসতায় নিহত পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভা এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করবেন। দুপুর ২টায় গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে সদ্য সমাপ্ত সাতটি প্রকল্পের উদ্বোধন ও নতুন নয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এর মধ্যে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাইবান্ধা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ১ হাজার মেট্টিক টন ধারণ ক্ষমতার ছয়টি খাদ্য গুদাম, ৩১ শয্যা বিশিষ্ট পলাশবাড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং ইপিআই স্টোর ভবনের উদ্ভোধন করবেন।

এছাড়া পলাশবাড়ি, ফুলছড়ি ও সাঘাটা থানা ভবন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র ভবন, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম গ্যালারি সম্প্রসারণ, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দফতরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু, সাঘাটা-রামনগর বাজার সড়কে কাটাখালী নদীর উপর একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে প্রধানমন্ত্রী স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

Thursday, January 23, 2014

কুড়িগ্রাম-৪ আসনে জয়ী জেপি

কুড়িগ্রাম: কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (মঞ্জু) রুহুল আমিন। সাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৩ হাজার ২০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাকির হোসেন (নৌকা) পেয়েছেন ২৪ হাজার ৯১৭ ভোট।
রৌমারী, রাজীবপুর, উলিপুর ও চিলমারীর দুটি ইউনিয়ন নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসনের স্থগিত দুটি কেন্দ্রে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়েছে। সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়।
কেন্দ্র দুটি হলো রৌমারী কেরামতিয়া মাদ্রাসা ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৭ হাজার ২৫৭ জন।
সকাল থেকে কেন্দ্র দুটিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ২১৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৪১ জন ভোট দিয়েছেন। আর রৌমারী কেরামতিয়া  মাদ্রাসায় ভোট পড়েছে ৪০৩টি।
৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জাকির হোসেনের সমর্থকদের হামলায় এ দুটি আসনে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।
পরে নির্বাচন কমিশন এই দুটি কেন্দ্রে ১৬ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণের তারিখ ধার্য করে। ১৩ জানুয়ারি আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেন হাইকোর্টে এ দুটি কেন্দ্রসহ পাঁচটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি হাইকোর্ট তিনটি কেন্দ্রের আবেদন নাকচ করে দিয়ে এ দুটি কেন্দ্রে পুনরায় ভোট নেওয়ার ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ জারি করেন।
এর বিরোধিতা করে জাপার (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন গত রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে ভোট গ্রহণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৬৪ জন। ৫ জানুয়ারি এই আসনের ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৪টি কেন্দ্রে ভোট পড়ে ৫৭ হাজার ১০৮টি। এর মধে রুহুল আমিন (সাইকেল) পান ৩০ হাজার ৫৪৪ ভোট। আর জাকির হোসেন পান (নৌকা) ২৩ হাজার ৯৬৪ ভোট।
এর ফলে দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩৩, জাপা ৩৪, স্বতন্ত্র ১৫, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ (ইনু) ৫, তরিকত ফেডারেশন ২, জেপি ২ ও বিএনএফ ১টি আসন পেল।
তবে যশোরের দুটো আসনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হলেও নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন তাদের শোকজ করেছে।

Sunday, January 19, 2014

রংপুর-৬ আসনে উপনির্বাচন ২০ ফেব্রুয়ারি

ঢাকা: রংপুর-৬ শূন্য আসনে আগামী ২০ ফেব্রুয়ারি উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার নির্বাচন কমিশনের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ উপ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।

বেলা এগারটায় কমিশনের পূর্ব নির্ধারিত বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে দেশের ৪৮টি জেলার শতাধিক উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও সূত্র নিশ্চিত করেছে।

এদিকে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৭টি আসনের স্থগিত নির্বাচনে বিজয়ীদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হন। ৮ জানুয়ারি তিনি রংপুর -৬ আসন থেকে পদত্যাগ করে গোপালগঞ্জ-৩ আসনের প্রতিনিধিত্ব করবেন বলে কমিশনে চিঠি দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

কুড়িগ্রাম-৪ আসনে দুই কেন্দ্রে ভোট গ্রহণের বাধা কাটল

কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণের স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর ফলে ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণে কোনো বাধা থাকছে না।
আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর ফলে ওই দুই কেন্দ্রে ভোট গ্রহণে কোনো বাধা থাকছে না বলে জানান সংশ্লিষ্টরা।
ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি হাইকোর্ট দুই কেন্দ্রে ভোট গ্রহণের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেন।
এ আদেশে স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিন আপিল বিভাগে আবেদন করেন।
আদালতে রুহুল আমিনের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সহিংসতার মুখে ব্যালট পেপার ছিনতাই এবং ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কারণে ছয় জেলার আটটি আসনের ৩৯২ ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। আসনগুলো হলো কুড়িগ্রাম-৪, দিনাজপুর-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১।
স্থগিত হওয়া ওই আটটি আসনের মধ্যে সাতটি আসনে ১৬ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণ করা হয়। হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়। এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের রিটের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
৫ জানুয়ারির নির্বাচনে জাকির হোসেন ভোট পেয়েছিলেন ২৩ হাজার ৯৪৬, আর রুহুল আমিন পেয়েছিলেন ৩০ হাজার ৫৪৪ ভোট। মোট ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়েছিল। স্থগিত কেন্দ্রের ভোটার সংখ্যা সাত হাজার ২৫৭ জন।