Monday, February 24, 2014

পীরগঞ্জে বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল এগিয়ে

রংপুর : রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ এগিয়ে রয়েছেন। ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৯৮১ ভোট। তার নিকটতম প্রপ্রিন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম ছায়াদত হোসেন  পেয়েছেন ২৫ হাজার ৭৯৭ ভোট। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এই উপজেলায় জাতীয় সংসদের উপ-নির্বাচন গত ২০শে ফেব্রুয়ারি দিন ধার্য ছিল। বিনা প্রতিপ্রন্দ্বতায় স্পিকার ড. শিরীন শারমিন নির্বাচিত হওয়ায় ২০  ফেব্রুয়ারি এই নির্বাচন হয়নি।  কিন্তু নির্বাচন কমিশনের বিধি মোতাবেক জাতীয় নির্বাচনের আগে বা পরে নির্বাচন হওয়ার নিয়ম না থাকায় প্রথম দফায় এই উপজেলা নির্বাচন ১৯ ফেব্রুয়ারি না হয়ে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment