Wednesday, February 5, 2014

দিনাজপুরে কৃষকের আলু মহাসড়কে

দিনাজপুর : দাম পড়ে যাওয়ায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে আলু ঢেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করলেন চাষিরা।

এ সময় আলুচাষিরা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর ওই আলুর ওপর দিয়েই যান চলাচল শুরু হয়।
বুধবার দুপুর ১টার দিকে বীরগঞ্জ উপজেলা আলুচাষি সংগ্রাম পরিষদের ব্যানারে পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ে শতাধিক চাষি রাস্তায় আলু ফেলে এ প্রতিবাদ জানান।
 
এ সময় আলুচাষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফারুক হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সদস্য মঞ্জুরুল ইসলাম মিঠু, আলুচাষি আলীমুদ্দিনসহ আরো অনেকে। 

সমাবেশে আলীমুদ্দিন জানান, ‘তিন একর জমিতে আলু চাষ করেছি। খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু পাইকার এসে তিন একর আলুর দাম বলেছে ১০ হাজার টাকা। তাই আলু তুলে নিয়ে এসে রাস্তায় ফেলে দিলাম। দেশবাসী জানুক, কৃষকেরা কেমন কষ্টে আছে।’

সমাবেশ শেষে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণ, ব্যাংকঋণ-সুবিধা, আলু সংরক্ষণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার আবু জাফরের কাছে স্মারকলিপি দেন আন্দোলনরত কৃষকেরা।

No comments:

Post a Comment