Sunday, January 19, 2014

রংপুর-৬ আসনে উপনির্বাচন ২০ ফেব্রুয়ারি

ঢাকা: রংপুর-৬ শূন্য আসনে আগামী ২০ ফেব্রুয়ারি উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার নির্বাচন কমিশনের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ উপ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।

বেলা এগারটায় কমিশনের পূর্ব নির্ধারিত বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে দেশের ৪৮টি জেলার শতাধিক উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও সূত্র নিশ্চিত করেছে।

এদিকে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৭টি আসনের স্থগিত নির্বাচনে বিজয়ীদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে বিজয়ী হন। ৮ জানুয়ারি তিনি রংপুর -৬ আসন থেকে পদত্যাগ করে গোপালগঞ্জ-৩ আসনের প্রতিনিধিত্ব করবেন বলে কমিশনে চিঠি দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

No comments:

Post a Comment