Wednesday, February 26, 2014

জনপ্রিয় হয়ে উঠছে ঠাকুরগাঁও বাংলাদেশ বেতারের এফএম সার্ভিস

ঠাকুরগাঁও: এফএম ব্যান্ডে প্রচারের জন্য ঠাকুরগাঁও বেতারের শ্রোতা সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই পরীক্ষামূলক এফএম সম্প্রচার কার্যক্রম চলছে এফএম ৯২ মেগাহার্জে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। সম্প্রচারিত এই অনুষ্ঠান জেলার তরুণদের নিকট এখন খুবই জনপ্রিয়। 

দুই ঘণ্টার এ অনুষ্ঠানটি স্থানীয় শিল্পীদের গাওয়া গান ছাড়াও ব্যান্ড সঙ্গীত, সিনেমার গানের অনুষ্ঠান ও সর্বশেষ জনপ্রিয় গান প্রচার করে থাকে। এছাড়া প্রতি সপ্তাহের সোমবারের লাইভ অনুষ্ঠানটিতে শ্রোতারা ০১৭৭৪৮৬৩৬০৯ নম্বরে এসএমএস করে সরাসরি তাদের পছন্দের গান শুনতে পারেন। ফেইসবুকে ‘এফএম ৯২ মেগাহার্জ, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও’ নামে একটি ফ্যান পেইজ তৈরি করেছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সহকারী পরিচালক হাসান মো. হাফিজুর রহমান টুটুল।

তিনি বলেন, শ্রোতাদের পছন্দের গানগুলো দিয়ে আমরা প্লে-লিস্ট করে থাকি। পরীক্ষামূলক সম্প্রচার কার্যক্রম হলেও আগে যেখানে শুধু পুরনো দিনের গান শোনানো হতো সেখানে এখন শ্রোতাদের চাহিদা অনুযায়ী পুরনো ও নতুন সব ধরনের গান শোনানো হয়। শ্রোতারা এখন ইন্টানেটে এসএমএস-এর মাধ্যমে এবং আমাদের ফেইসবুকে ফ্যান পেইজের মাধ্যমে তাদের পছন্দের গানের কথা আমাদের জানাতে পারেন।

তিনি জানান, এখন সপ্তাহে শুধু একদিন এসএমএস ফিডব্যাক দেয়া হয়। আর এতে ২ ঘণ্টায় প্রায় দেড় হাজার এসএমএস পাওয়া যায়, যারা তাদের পছন্দের গান শুনতে চান। এ লাইভ অনুষ্ঠানটির সময় আরো বাড়ানো হবে বলে তিনি আশা করছেন। সেই সঙ্গে ফেইসবুকে আড্ডার জন্য আরও একদিন লাইভ অনুষ্ঠান করা যায় কিনা, সেটাও চিন্তার মধ্যে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও-এর আঞ্চলিক পরিচালক শ্যামল কুমার দাস বলেন, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও অত্র এলাকার মানুষের জন্য বিনোদনের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমুলক তথ্য প্রচার করে আসছে। ইতোমধ্যে বিবিসির সাথে বাংলাদেশ বেতারের একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, স্যাটেলাইট ডিশ এন্টিনা ও রিসিভার বসানোর পর দৈনিক চারটি স্লটে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের এফ এম ৯২.০ মেগাহার্জে বিবিসির বাংলা সংবাদ শোনা যাবে।

Monday, February 24, 2014

পীরগঞ্জে বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডল এগিয়ে

রংপুর : রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ এগিয়ে রয়েছেন। ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৯৮১ ভোট। তার নিকটতম প্রপ্রিন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম ছায়াদত হোসেন  পেয়েছেন ২৫ হাজার ৭৯৭ ভোট। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এই উপজেলায় জাতীয় সংসদের উপ-নির্বাচন গত ২০শে ফেব্রুয়ারি দিন ধার্য ছিল। বিনা প্রতিপ্রন্দ্বতায় স্পিকার ড. শিরীন শারমিন নির্বাচিত হওয়ায় ২০  ফেব্রুয়ারি এই নির্বাচন হয়নি।  কিন্তু নির্বাচন কমিশনের বিধি মোতাবেক জাতীয় নির্বাচনের আগে বা পরে নির্বাচন হওয়ার নিয়ম না থাকায় প্রথম দফায় এই উপজেলা নির্বাচন ১৯ ফেব্রুয়ারি না হয়ে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

Sunday, February 16, 2014

রংপুরে সড়ক অবরোধ

রংপুর : রংপুর মেডিকেল কদলেজের কর্মচারীরা ঢাকা-দিনাজপুর মহাসড়ক এক ঘন্টাব্যাপি অবরোধ করে রাখে। 

জানা যায়,  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনের সন্ধানের দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ শেষে তারা হাসপাতালের সামনে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে।  এ সময় রাস্তার দু ধারে শত শত গাড়ি আটকা পড়ে। পরে সেখানে রংপুর সহকারী সিনিয়র পুলিশ সুপার হুমায়ন কবীর লিংকনকে দ্রুত উদ্ধারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। 

পুলিশ ও লিংকনের পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে আব্রাহাম লিংকনকে আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয় একদল লোক অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায় । এরপর থেকে র‌্যাব পুলিশের কাছে গিয়েও কোন সন্ধান পাচ্ছেন না লিংকনের পরিবার। এ ঘটনায় একটি মামলা ও থানায় সাধারণ জিডি করেছেন লিংকনের স্ত্রী ফারজানা শারমিন। 

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি ও একটি অপহরণ মামলা হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লিংকনকে উদ্ধারের চেষ্টা করছি।

Thursday, February 6, 2014

লালমনিরহাটে বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে ভারতীয়রা

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তে আমিনুর রহমান (৩৫) নামের এক  বাংলাদেশিকে  ভারতীয় গ্রামবাসী ও বিএসএফ বেধড়ক পিটিয়ে হত্যা করেছে। পরে নিহতের লাশ টেনে হেঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 

সীমান্ত ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৭২ নম্বর মেইন পিলারের নিকট থেকে বাংলাদেশি গরু ব্যবসায়ী আমিনুর রহমানকে ভারতীয় সীমান্তের অধিবাসীরা ধাওয়া করে বিএসএফের হাতে তুলে দেয়। এ সময় বিএসএফ ও গ্রামবাসীর বেধড়ক পিটুনিতে তার মৃত্যু হয়।

স্থানীয় বিজিবি জানিয়েছে, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে কড়া প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তের ওপার ভারতীয় অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

Wednesday, February 5, 2014

দিনাজপুরে কৃষকের আলু মহাসড়কে

দিনাজপুর : দাম পড়ে যাওয়ায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে আলু ঢেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করলেন চাষিরা।

এ সময় আলুচাষিরা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর ওই আলুর ওপর দিয়েই যান চলাচল শুরু হয়।
বুধবার দুপুর ১টার দিকে বীরগঞ্জ উপজেলা আলুচাষি সংগ্রাম পরিষদের ব্যানারে পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ে শতাধিক চাষি রাস্তায় আলু ফেলে এ প্রতিবাদ জানান।
 
এ সময় আলুচাষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফারুক হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সদস্য মঞ্জুরুল ইসলাম মিঠু, আলুচাষি আলীমুদ্দিনসহ আরো অনেকে। 

সমাবেশে আলীমুদ্দিন জানান, ‘তিন একর জমিতে আলু চাষ করেছি। খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু পাইকার এসে তিন একর আলুর দাম বলেছে ১০ হাজার টাকা। তাই আলু তুলে নিয়ে এসে রাস্তায় ফেলে দিলাম। দেশবাসী জানুক, কৃষকেরা কেমন কষ্টে আছে।’

সমাবেশ শেষে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ক্ষতিপূরণ, ব্যাংকঋণ-সুবিধা, আলু সংরক্ষণের ব্যবস্থাসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার আবু জাফরের কাছে স্মারকলিপি দেন আন্দোলনরত কৃষকেরা।

Tuesday, February 4, 2014

রংপুর বিভাগের উন্নয়নে মহাপরিকল্পনা চাইলেন স্থানীয় প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বঞ্চনায় পিছিয়ে পড়া রংপুর বিভাগের উন্নয়নে আলাদা মহাপরিকল্পনার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির এই নেতা বলেছেন, রংপুরের উন্নয়নে কোন দল নয় সাবর্জনীনভাবে কাজ করতে চান তিনি। 

গতাকল রাজধানীর সেগুন বাগিচায় রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার কেন্দ্রীয় দপ্তর উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব যমুনা টেলিভিশনের সিইও এবং ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু আলম মোহাম্মদ শহিদ খান। এতে বক্তৃতা করেন, সাংবাদিক নেতা- শাহেদ চৌধুরী, শফিকুল করিম সাবু, মুফদি আহমেদ, জাকারিয়া মুক্তা ও কেরামত উল্লাহ বিপ্লব। 

রাজধানীতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির এ অফিস সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী। তৃতীয়তলা ৮/৪/এ তোপখানা রোডের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের শতাধিক সদস্যও উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা রংপুর বিভাগ সাংবাদিক সমিতি থেকে সাংবাদিকদের জাতীয় সংগঠনগুলোতে নির্বাচিত নেতৃবৃন্দকেও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানান। 

অভিনন্দিত সাংবাদিক নেতারা হলেন- মেহেদী হাসান, জামিউল আহসান সিপু, অমিয় ঘটক পুলক, মানিক মুনতাসির ও তোফাজ্জল হোসেন। 

Sunday, February 2, 2014

ঠাকুরগাঁওয়ে ফের শৈত্য প্রবাহ, ৪৮ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

ঠাকুরগাঁও: আবারও ঠাকুরগাঁওয়ে শৈত্য প্রবাহ শুরু হয়েছে।  এতে বেড়েছে শীতজনিত রোগ। গত ৪৮ ঘণ্টায় এ রোগে  হাসপাতালে ৪ শিশুসহ ৭ জনের  মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের তীব্রতা  বেড়ে যাওয়ায় শিশুরা ভুগছে ডায়ারিয়, নিউমোনিয়া, ব্রংকাইটিসসহ নানা রোগে। দু’দিনে  সদর হাসপাতালে দুই শতাধিক   শিশু ভর্তি হয়েছে। গত ৪৮ ঘন্টায় মারা গেছে ৪ শিশু ও ৩ বৃদ্ধ। মৃত শিশুরা ৫ থেকে ৬ মাস বয়সী।
১৮ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে  আসন  ক্ষমতার ৪ গুণ  শিশু ভর্তি হওয়ার ফলে একটি বেডেই থাকতে হচ্ছে ২-৩ জন শিশুকে। অনেক শিশুর জায়গা হয়েছে হাসপাতালের বারান্দা অথবা  মেঝেতে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার জানান, বেডের সংখ্যা অনুপাত হারে রোগীর সংখ্যা অনেক বেশি। মুমূর্ষু অবস্থায় শিশুদের হাসপাতালে নিয়ে আসাতে তাদের বাঁচানো যাচ্ছে না।

Saturday, February 1, 2014

রংপুরে খোলা মাঠে কোটি টাকার কৃষিঋণ বিতরণ

রংপুর: উত্তরবঙ্গের রংপুরের উত্তম এলাকার কৃষকদের মাঝে খোলা মাঠে প্রকাশ্যেকো ঋণ বিতরণ করেছে স্থানীয় ১৭টি ব্যাংক। মনোহর এলাকার মোট ১০৯ জন কৃষকের মাঝে প্রায় ১কোটি টাকা দেয়া হয়েছে। স্থানীয় সফরুজ্জামানসহ বিনীয় কৃষকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মনোহর সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম)’ কৃষক ক্লাবের উদ্যোগে আয়োজিত এক কৃষক কৃষাণী সমাবেশে কৃষকদের মাঝে ঋণের চেক তুলেদেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। 

আইসিএম কৃষক ক্লাবের সভাপতি তহিদুল ইসলাম তুহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের জিএম প্রভাষ চন্দ্র মল্লিক, গ্রীণ ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের জিএম আবুল মনছুর আহমেদ, রংপুর অফিসের জিএম মো. বজলার রহমান মোল্যা, প্রবাসী ব্যবসায়ী হাসানুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা মো ভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী বলেন, হয়রানিমুক্ত কৃষি ঋণ বিতরণ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কৃষি ঋণ নীতিমালা দিয়ে আসছে। একই নীতিমালার আওতায় সব ব্যাংক ঋণ বিতরণ করে থাকে। এক্ষেত্রে কৃষক থেকে কোন ব্যাংকের বিরুদ্ধে বাড়তি চার্জ আদায় বা অন্য কোন নামে ঘুষ নেয়ার অভিযোগ আসলে সঙ্গে-সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। 
তিনি বলেন, কৃষি প্রধান এদেশে একটি সময় বড় ধরনের খাদ্য ঘাটতি ছিল। পরবর্তি সময়ে দেশের জনসংখ্যা বেড়ে ১৬কোটি হয়েছে। অথচ এখন দেশে কোন ঘাটতি নেই। এধারা অব্যাহত রাখতে কৃষকদের পাশাপাশি সব পক্ষকে ভূমিকা রাখতে হবে। এসকে সুর বলেন,দেশের খাদ্যেও বড় অংশের জোগান হয় রংপুর থেকে। অথচ এ অঞ্জলে সর্বনাশা তামাকের চাষ বাড়ছে। এটি ঊহৃ কওে কুীপণ্য চাষে মনোযোগি হওয়ার অনুরোধ জানান। 

কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগের জিএম প্রভাষ চন্দ্র মল্লিক বলেন, একটি সময় শুধু রাষ্ট্রীয় ও বিশেষায়িত ব্যাংকগুলো কৃষকদের ঋণ দিতো। বর্তমানেকেন্দ্রীয় ব্যাংকের যুগপযোগী নীতমালার ফলে বেসরকারি ও বিদেশীসহ সব ব্যাংক কৃষি ঋণ দিচ্ছে। এছাড়া সরকারের ভর্তুতীর আওতায় আমদানি বিকল্প ফসল চাষে ৪ শতাংশ সুদে দেয়া ঋণ নেয়ার জন্য তিনি কৃষকদের অনুরোধ করেন।

এদিকে রংপুর এলাকার স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ে ‘স্কুলব্যাংকিং সমাবেশের’ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধায়নে স্থানীয় ৩৪ টি ব্যাংক এ সমাবেশে অংশ নিয়েছে।