Wednesday, January 15, 2014

কুড়িগ্রাম-৪ আসনের স্থগিত নির্বাচন আবার স্থগিত


ঢাকা : কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রের স্থগিত ভোটগ্রহণ আদালতের নির্দেশে আবারও স্থগিত হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশে চার সপ্তাহের জন্য এ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় নিশ্চিত করেছে।

আওয়ামী লীগের পরাজিত প্রার্থী জাকির হোসেন এ আসনের আরো কিছু কেন্দ্রে পুনঃভোটের আবেদন করে স্থগিতাদেশ চায়। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ দুই কেন্দ্রে ভোট হবে না বলে জানান ইসি কর্মকর্তারা।

কুড়িগ্রাম-৪ আসনের ১০৬ কেন্দ্রের মধ্যে স্থগিত দুটি কেন্দ্রে ভোট রয়েছে ৭ হাজার ২৫৭টি। ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি  জেপি) প্রার্থী মো. রুহুল আমিন ৩০ হাজার ৫৪৪ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন ২৩ হাজার ৯৪৬ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৬ হাজার ৫৯৮ ভোটের পার্থক্য থাকায় এই দুই কেন্দ্রে নির্বাচন কমিশন ভোট গ্রহণ করতে আইনগত বাধ্য।

প্রসঙ্গত, এ আসন বাদ দিলে ১৬ জানুয়ারি ৭টি আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

No comments:

Post a Comment