Thursday, January 16, 2014

দিনাজপুর-৪-এ আবুল, গাইবান্ধা-৩ আসনে ইউনূস নির্বাচিত



দিনাজপুর-৪ আসনে আবুল হোসেন নির্বাচিত

দিনাজপুর: দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) স্থগিত ৫৭ ভোট কেন্দ্রের ফলাফল শেষে প্রাক্তন পরাষ্ট্রমন্ত্রী আবুল হোসেন মাহমুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।
তিনি ১ লাখ ৪২ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী এনামুল সরকার হাতুড়ি প্রতীকে মোট ভোট পেয়েছেন ২ হাজার ৭৬১টি।
বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আহমেদ শামীম আল রাজি এই ফলাফল প্রকাশ করেন। 


গাইবান্ধা-৩ আসনে ইউনুস আলী সরকার নির্বাচিত

গাইবান্ধা: গাইবান্ধা-৩ আসনে (পলাশবাড়ী-সাদুল্লাপুর) ডা. ইউনুস আলী সরকার নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫৬৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম খুদী আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২০৪ ভোট।

No comments:

Post a Comment