Thursday, June 18, 2020

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিরাজাম মুনিরা এবার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে এবার সাময়িক বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে তাঁর রিমান্ড আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হকের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০০৯ সালের ৪৭–এর (৬) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

Saturday, June 13, 2020

শনাক্তের রিপোর্ট পেতে ধীরগতি, বাড়ছে করোনা সংক্রমণ

পীরগাছায় করোনা পরিস্থিতি

পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে ধীরগতির অভিযোগ উঠেছে। প্রায়ই নমুনা রিপোর্ট আসতে সাত থেকে ১৩ দিন সময় লাগছে।  এই সময়ে অনেকে পরিবারসহ বাইরের লোকজনের সংস্পর্শে আসছেন।  ফলে উপজেলাজুড়ে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলায় শেষ দুই দিনে নয় জন নতুন করে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার তিনজন ও বুধবার ছয় জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

Saturday, October 5, 2019

উপনির্বাচন: এরশাদের আসনে ভোটগ্রহণ সম্পন্ন

অনলাইন ডেক্স: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের আসন রংপুর-৩ এ উপনির্বাচনের ভোটগ্রহণ শনিবার সম্পন্ন হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। চলতি বছরের ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে নির্বাচন কমিশন উপনির্বাচনের উদ্যোগ নেয়।

সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন ও নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন।


এই আসনে জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় পার্টি, বিএনপি, খেলাফত মজলিস, গণফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ছয়জন রয়েছেন ভোটের লড়াইয়ে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থী হলেন- এরশাদের ছেলে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটর গাড়ি), বিএনপি প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), এনপিপির শফিউল আলম (আম), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেওয়াল ঘড়ি) এবং গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লা বায়েজীদ (মাছ)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো নির্বাচনী এলাকায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সেই সাথে মাঠে রয়েছে র‌্যাবের ২০ ইউনিট ও তিন হাজার পুলিশ-আনসার সদস্য।

Monday, September 23, 2019

ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে জলপাই পাতা


ডেস্ক রিপোর্ট: জলপাই তেলের গুণের কথা কমবেশি সবারই জানা। কিন্তু অনেকেরই জানা নেই, এ গাছের পাতা ফলের মতোই উপকারী। জলপাই পাতায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরী, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়ালসহ নানাবিধ উপকারী উপাদান থাকে। 

জলপাইয়ের পাতা খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়- হেলদি বিল্ডার্জড জানায়--

১. বিশেষজ্ঞদের মতে, জলপাই পাতার রস রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

২. ২০১১ সালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায়, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধের মতো এ পাতা রক্তচাপ কমাতে কার্যকরী। আরেক গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়।

৩. রক্তচাপ ও কোলেস্টেরলের কমাতে কার্যকরী হওয়ায় জলপাই পাতা হৃদরোগজনিত জটিলতা কমাতেও সাহায্য করে।

৪. অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় জলপাই পাতা ত্বকের সমস্যা কমায়। সেই সঙ্গে ত্বকে তারুণ্যতা বজায় রাখে।

৫. জলপাই পাতা যেকোনো ধরনের প্রদাহ কমাতে দারুণ কাজ করে। বিশেষ করে বাতের ব্যথা কমাতে এটি দরুণ কার্যকরী।

জলপাই পাতা পানিতে ফুটিয়ে সে পানিটা ছেঁকে খেতে পারেন। এছাড়া এ পাতার গুঁড়াও পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে।

নানা সমস্যার উপকারি বন্ধু ‘কালিজিরা’

ডেক্স রিপোর্ট: প্রাকৃতিক ঔষধি হিসেবেও কালিজিরা বেশ জনপ্রিয়। কালিজিরাতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট নানা রোগের হাত থেকে আমাদের রক্ষা করে। জ্বর, সর্দি, গায়ে ব্যথায় কালিজিরা যথেষ্ট উপকারি।

শুধু এটুকুই নয়, গবেষণা বলছে কালিজিরার সবচেয়ে বড় গুণ ওজন কমাতে। সঠিক নিয়মে ও পরিমিত পরিমাণে কালিজিরা খেলে ওজন কমে যায়। আসুন জেনে নেই, ওজন কমানোসহ নানা সমস্যায় কালিজিরার উপকারিতা সম্পর্কে-
এনডিটিভি অনলাইন জানায়- 

ওজন কমায়

কালিজিরা উচ্চ আঁশসমৃদ্ধ। তাই কালিজিরা খেলে দীর্ঘক্ষণ ক্ষুধার অনুভূতি থাকে না। ফলে বার বার খাওয়ার প্রবণতা কমে যায়। রান্নায় কালিজিরা ব্যবহার করলে খাদ্যের পুষ্টিগুণও বাড়ে। তাই রান্নায় কালিজিরা ব্যবহার করুন। কালিজিরা গুঁড়া ভাতের  সঙ্গে মিশিয়েও খেতে পারেন। ওজন কমাতে গ্রিন টি’র সঙ্গে কালিজিরা মিশিয়ে খাওয়া ভালো। এতে বিপাক প্রক্রিয়া ভালো হয় এবং ওজন নিয়ন্ত্রণে আসে।

পেটের জন্য উপকারি

কালিজিরা পেটের জন্য ভালো। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য কালিজিরা খুব উপকারি। কালিজিরা হজমেও সাহায্য করে। ক্ষুধামন্দা দূর করে। নিয়মিত কালিজিরা খেলে পেটের সমস্যা দূর হয়।

ঠান্ডাভাব কমায়

সর্দি-কাশি দূর করতে কালিজিরার ব্যবহার নতুন কিছু নয়। কালিজিরা গুঁড়া করে সরিষার তেল ও লবণ দিয়ে মেখে ভর্তা হিসেবে খেতে পারেন। এছাড়া কালিজিরা ব্যবহার করলেও উপকার পাবেন। একটি পাতলা কাপড়ে সামান্য কালিজিরা জড়িয়ে তা নাকের কাছে নিয়ে বড় করে শ্বাস টানুন কিছুক্ষণ। একটু ঝাঁজ লাগবে। তবে সর্দি কমে যাবে দ্রুত। ঠান্ডার কারণে যাদের শ্বাসকষ্ট হয়, তারা এভাবে নিয়মিত কালিজিরা ব্যবহার করতে পারেন।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে

রক্তে কোলেষ্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে কালিজিরা। ফলে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

রক্ত চলাচল ঠিক রাখে

নিয়মিত কালিজিরা খেলে দেহে রক্ত চলাচলের মাত্রা ঠিক থাকে। এতে হৃদযন্ত্র ভালো থাকে্ মনোযোগ ধরে রাখতেও সাহায্য করে এটি।

কালিজিরা তেল উপকারি

ঠান্ডার সমস্যায় গলা ও বুকে কালিজিরা তেল লাগাতে পারেন। এছাড়া যাদের অতিরিক্ত চুল পড়ে তারাও এই তেল মাথায় ব্যবহার করতে পারেন। শরীরের যেকোন জায়গার আঘাতজনিত ব্যথায় কালিজিরা তেল উপকারি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কালিজিরায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফসফরাস। তাই জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালিজিরা খান নিয়মিত।

সতর্কতা

চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী নারীদের কালিজিরা খাওয়া উচিত না। এতে গর্ভের শিশুর মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।

‘সকল রোগের মহৌষধ’ হিসেবে কালিজিরার জুড়ি নেই। শারীরিক যে সমস্যার কারণেই কালিজিরা খান, তা সঠিক পরিমাণে হওয়া চাই। প্রতিদিন কতটুকু কালিজিরা খেলে ওজন নিয়ন্ত্রণে আসবে তা চিকিৎসকের কাছে জেনে নিন। শারীরিক বিশেষ কোন সমস্যার কারণে চিকিৎসক কালিজিরা খেতে নিষেধ করলে অবশ্যই তা মেনে চলা উচিত। 

Sunday, September 22, 2019

চালু হবে চিলাহাটি-হলদিবাড়ি রেলসংযোগ

নীলফামারী প্রতিনিধি: চিলাহাটি-হলদিবাড়ি রেলসংযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোনালি অধ্যায়ে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। গতকাল দুপুরে নীলফামারীর চিলাহাটিতে ভারতের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই রেলের উন্নতি হয়। আর অন্য দল ক্ষমতায় থাকলে সব লুটেপুটে খায়। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিশেষ অতিথি রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে উত্তরোত্তর উন্নতিতে প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত গর্ব করে। রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমানের সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত সংসদ সদস্য রাবেয়া আলীম, রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক হারুন-অর-রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, বাংলাদেশ-ভারত রেলপথের এই রুটটি ৫৪ বছর ধরে বন্ধ থাকার পর আবারো ডোমার উপজেলার চিলাহাটি থেকে সচল হচ্ছে ভারতে হলদিবাড়ির সঙ্গে রেল যোগাযোগ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারো রেল সুবিধা পাবেন এই অঞ্চলের মানুষ। উভয় দেশের ১১ দশমিক ৩৪ কিলোমিটার রেললাইনের মধ্যে বাংলাদেশ অংশের প্রায় সাড়ে সাত কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ করছে ম্যাক্স ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। রেলপথটি নির্মাণের কাজ ২০২১ সালের জানুয়ারির মধ্যে শেষ করা হবে বলে জানা গেছে। মোট ৮০ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৬ দশমিক ৭২৪ কিলোমিটার এই রেল লাইন স্থাপনের কাজ করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সূত্র মতে, রেলপথ স্থাপন শেষ হলে প্রথম ধাপে চলাচল করবে পণ্যবাহী রেল। দ্বিতীয় ধাপে যাত্রীবাহী ট্রেন। যাত্রীবাহী ট্রেনের মধ্যে ঢাকা হতে নিউ জলপাইগুড়ি (শিলিগুড়ি) ও নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের দর্শনা সীমান্ত হয়ে কলকাতা শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে রেলওয়ের সূত্রে জানা গেছে। 

ভাংনী আহমদিয়া ফাজিল মাদ্রাসার গভার্নিং বডির নির্বাচনের তথ্য ফাঁস

রংপুর ব্যুরো: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন ভাংনী আহমদিয়া ফাজিল মাদ্রাসার ২১শে জুন ১৭ তারিখে গভর্নিং বডির কোনো নির্বাচন হয়নি মর্মে অভিযোগ পাওয়া গেছে।
অধ্যক্ষ মো. মাকছুদুর রহমান জামেলী জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ৬৮৫/১৭ এর প্রদত্ত আদেশের প্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত সাপেক্ষ আমার সাময়িক বরখাস্ত বিধি মোতাবেক না হওয়ায় তা ২৮শে মার্চ ১৭ তারিখে ইস্যুকৃত পত্রের মাধ্যমে বাতিল করেছেন মর্মে আমি ২৯ শে মার্চ ১৭ তারিখ হতে প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। ফলে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ স্বয়ংক্রীয় ভাবে বিলুপ্ত হয়েছে। মাদ্রাসা অধিদপ্তর ও মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং  ১৪১৭০/১৭ এর প্রদত্ত আদেশের প্রেক্ষিতে শিক্ষক কর্মচারীগণের মার্চ ২০১৭ সাল হতে আগষ্ট ২০১৭ সাল পর্যন্ত ঈদুল ফিতর ও ঈদুল আযহার উৎসব ভাতার বেতন বিল প্রদান করেছি।

তথাকথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সালেহ  মো.জাকারিয়া ০১ এপ্রিল ১৭ ইং তারিখে গর্ভনিং বডির ভ’য়া রেজিলেশন সৃজন করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ২৮শে মার্চ ১৭ তারিখে পত্রের কার্যকারিতা এবং অধ্যক্ষের কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে ৩টি রিট দায়ের করেন। তন্মধ্য ৪৮৩৭/১৭ ও ৫৮৯১/১৭ রিট দুটি খারিজ হয়। ৭৩৫২/১৭ রিটে বিশ্ব বিদ্যালয়ের পত্রের কার্যকারিতা ৩ মাসের স্ট্রে অর্ডার আদেশ হয়। অধ্যক্ষ কর্তৃক আপিল নং ২২৬৪/১৭ তাং ১৩.০৬.২০১৭ তারিখে ৭৩৫২/১৭ রিট মামলার স্ট্রে অর্ডার স্ট্রে করা হয়।
ফলে, সুপ্রীম কোর্টের আপিল নং ২২৬৪/১৭ স্ট্রে অর্ডার থাকায় অধ্যক্ষ ব্যতীত অন্য কারো নির্বাচন করার আইনগত কোনো এখতিয়ার নাই।তথাকথিত ভারপ্রাপপ্ত অধ্যক্ষ আবু সালেহ মো. জাকারিয়া সুপ্রীম কোর্টের ২২৬৪ স্ট্রে অর্ডার লংঘন করে ২১শে জুন ১৭ তারিখে অভিভাবক, দাতা ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভ’য়া কাগজপত্র সৃজন করে প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্ট করায় জাকারিয়া সহ নয়জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে। য পিবিআই কর্তৃক তদন্ত চলছে।

উপাধ্যক্ষ মো. গ্ফোরান আলী ওয়াহেদী জানান, ২১ শে জুন ১৭ তারিখে গর্ভনিং বডির নির্বাচনের বিষয়ে বিভিন্ন অফিসে ( জেলা প্রশাসক রংপুর, মাদ্রাসা অধিদপ্তর ও ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয় ও শিক্ষা মন্ত্রনালয়) অভিযোগ করা হলেও অদ্যবধি তার কোনো অগ্রগতি নেই। যা সম্পূর্ণ ভুয়া বানোয়াট ও ভিত্তিহীন। মাদ্রাসার সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়া ও সাবেক সদস্য ইলিয়াস আহমেদ ওয়াহেদী ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় কোনো নির্বাচন হয় নাই। 

আব্দুল বাতেন মিয়া ও হযরত আলী দাতা সদস্য জানান, যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় দাতা সদস্যের কোনো নির্বাচন হয় নাই। যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় দাতা সদস্যেও কোনো নির্বাচন হয় নাই। জনাব সোলায়মান, আবুল কাশেম ও নুরুল ইসলাম ছাত্র/ছাত্রী অভিভাবক যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় অভিভাবক  সদস্যের কোনো নির্বাচন হয় নাই। ছাত্র/ ছাত্রী  মো. জেনারুল ইসলাম , রফিকুল ইসলাম, খাদিজাতুল কোবরা, যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় কোনো নির্বাচনের আয়োজন হয় নাই। 

মোছা. শাহানাজ বেগম,ছদরুল ইসলাম, আতোয়ার রহমান জানান, অত্র মাদ্রাসায় ২০১৬ সালের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর আর কোনো নির্বাচন হয় নাই । আমরা একবারে ভোট দিয়েছি।

আকরামুল ইসলাম, ওয়ারেছ আহমেদ,আকমল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, আকবর আলী, ফাকরুল ইসলাম,আব্দুল বাতেন হামেদী, খয়রত হোসেন, রফিকুল ইসলাম তারা সকলেই জানান যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। যা সম্পূর্ন ভুয়া ও বানোয়াট ও ভিত্তিহীন। এলাকাবসী সূত্র জানা যায়, অত্র প্রতিষ্ঠানটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী সু-শৃঙখল শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি নানান সমস্যায় দীর্ঘদিন থেকে জজর্ড়িত। দীর্ঘদিন থেকে অধ্যক্ষের পদ নিয়ে টানাটানি চলছ্।ে মামলা মোকদ্দমা, শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হওয়ায় শিক্ষাঙ্গনে শিক্ষার কোনো পরিবেশ নাই। শিক্ষক কর্মচারী গণের ৪৩ লাখ টাকা সরকারী কোষাগাড়ে ফেরৎ যায়।  এলাকাবাসী প্রতিষ্ঠানটি রক্ষার স্বার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।  

Monday, September 16, 2019

রংপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় ফেনসিডিল পরিবহন কাজে ব্যবহৃত পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা দক্ষিণ তিতপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম (৩০) ও তার সহযোগী একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামিনুল ইসলাম (১৮)। র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল শনিবার সন্ধ্যা ৬টায় মিঠাপুকুর শঠিবাড়ি এলাকার শান্তিপুর নামক স্থানে মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট২২-৩৮১৫) থেকে এক হাজার দুই বোতল ফেনসিডিল উদ্ধারসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

Wednesday, July 17, 2019

ঘরে বসেই মিলবে আমদানি-রপ্তানির সনদ

অর্থনৈতিক রিপোর্টার: আমদানি-রপ্তানির সনদ পেতে আর সরকারি অফিসের দ্বারে দ্বারে ঘুরতে হবে না; অনলাইনে প্রয়োজনীয় নথি জমা দিয়ে মাত্র পৌনে দুই ঘণ্টার মধ্যে সনদ পাওয়া যাবে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রিড়া পরিষদ ভবনে নতুন সেবাটির উদ্বোধনের সময় এতথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি। তিনি বলেন, সরকার ব্যবসার রাস্তা সহজ করার জন্য নানামুখী যে উদ্যোগ নিচ্ছে, নতুন এই অনলাইন লাইসেন্স মডিউল বা ওএলএম তার একটি। এই সেবা যেন ব্যবসায়ীদের উপকারে আসে এই দপ্তরের কর্মকর্তাদের সে বিষয়ে মনোযোগ দিতে হবে। আপনার কেউ যেন মানুষের কষ্টের কারণ হবেন না-এটাই আমার অনুরোধ। অনলাইন লাইসেন্স মডিউলের ওয়েবসাইটে (যঃঃঢ়://ড়ষস.পপরব.মড়া.নফ/ৎবমরংঃব) গিয়ে নিবন্ধন করে এই সেবা নেয়া যাবে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মফিজুল ইসলাম বলেন, কর্মকর্তাদের ব্যক্তিগত সংস্পর্শে না এলে দুর্নীতির সুযোগ কমে যায়। দুর্নীতি যাতে না হয়, ঘুষ যাতে দিতে না হয় সেজন্যই ঘরে বসে সরকারি সেবা পাওয়ার এই ব্যবস্থা করা হয়েছে। আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর জানান, বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সহযোগিতায় এ সেবা চালু হয়েছে। উদ্যোগটি ২০১৫ সালে নেয়া হয়। তিনি বলেন, এক সপ্তাহ ধরে চলবে লাইসেন্স নবায়ন মেলা। লাইসেন্স নিতে ইচ্ছুক যে কেউ প্রয়োজনীয় তথ্য নিয়ে দপ্তরে এলে অল্প সময়ের দাপ্তরিক কাজ সারতে পারবেন। নিজস্ব ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন লাইসেন্স।


Saturday, May 10, 2014

রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা

রংপুর অফিস: পুরে মাসব্যাপী ‘রংপুর শিল্প ও বাণিজ্যমেলা (আরআইটিএফ)-২০১৪’ শুরু হয়েছে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রংপুর পুলিশ লাইন মাঠে বৃহস্পতিবার বিকেলে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রীর স্ত্রী মিসেস রাকিবা নাসরিন।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও চেম্বার সভাপতি মেলার প্রধান ফটকে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশে উৎপাদিত পণ্যের গুণগতমান উন্নয়নের কোনো বিকল্প নেই। আর অনুন্নত রংপুর অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশ সাধনে এ ধরনের শিল্প ও বাণিজ্যমেলার গুরুত্বও অনস্বীকার্য।’
তিনি রংপুর অঞ্চলের শিল্পপতি ও ব্যবসায়ীদের কৃষিনির্ভর শিল্পের বিকাশ ঘটিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। এ জন্য তিনি রংপুর অঞ্চলের শিল্পায়নের স্বার্থে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শিল্প উদ্যোক্তা উন্নয়ন উপ-পরিষদের আহ্বায়ক মোজতোবা হোসেন রিপন ও রংপুর চেম্বারের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ সোমানী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালক, চেম্বারের শিল্প ও উদ্যোক্তা উন্নয়ন উপ-পরিষদের সদস্য, চেম্বারের সাবেক কর্মকর্তা ও পরিচালক, রংপুর উইমেন চেম্বারের নেতা, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতা, ব্যাংক-বীমার কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন চেম্বারের পরিচালক শাহ্ মোহাম্মদ সেলিম।

Thursday, March 27, 2014

পাঁচ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ

রংপুর: শপথ নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হওয়া নবনির্বচিত ৫ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী রোববার তাদের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালত পরিদর্শক জতিন্দ্রনাথ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারি থানার নবনির্বাচিত উপজেলা চেয়্যারম্যান আবদুর রহমান আবদার, বোদা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, রংপুরের মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানি ও ভাইস চেয়ারম্যান আবদুর বাসেত সাজ্জান

এদের মধ্যে আব্দুর রহমান আব্দার ও ভাইস চেয়ারম্যান মো. শাহাজান এর বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধাদান এবং সফিউল্লাহ সুফির বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগেসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কর্যালয়ের সামনে থেকে তাদের গেফতার করা হয়। 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজেম হোসেন জানান, নবনির্বচিত উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানি ও ভাইস চেয়ারম্যান আবদুর বাসেত সাজ্জানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগসহ ৯টি করে মামলা রয়েছে। 

শপথ অনুষ্ঠান থেকে মিঠাপুকুর উপজেলার চেয়ারম্যান গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত এবং বোদা উপজেলার চেয়াম্যান জনাব শফিউল্লাহসহ নবনির্বাচিত চেয়াম্যানদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর মাহবুবুর রহমান বেলাল, সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা এ টি এম আজম খান ও সেক্রেটারি অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফী।  

Monday, March 17, 2014

মা আমাকে মন্ত্রী বানাতে চেয়েছিলেন

রংপুর: ‘আমার মা আমাকে মন্ত্রী হতে বলেছিলেন। আমি রাজি হইনি। আমি আমার মাকে বলেছি, মন্ত্রীত্ব নয় আমি দেশের মানুষের সেবা করতে চাই।’

সোমবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে নিজ বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জয় বলেন, ‘যখন ছোট ছিলাম আমার মা আমাকে ও আমার বোনকে বলেছিলেন, তোমার নানার যে পরিচয়-সুনাম, তার প্রতি বাংলার মানুষের যে ভালোবাসা, কোনদিন এমন কিছু করবে না, যাতে এই নামটির বদনাম হয়। আমরা সে কথা রেখেছি। আমরা বাবার মতো পড়ালেখা শিখেছি। নিজের পায়ে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশে কোনদিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। আমরা এই মহান নেতার বদনাম হতে দেব না। আমার মা আমাকে বলেছিল এসো তোমাকে মন্ত্রী বানিয়ে দেই। আমি বলেছি, আগে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করবো। ভোট ও পদ ওগুলো পরে হবে।’

উপজেলা নির্বাচনের কথা উল্লেখ করে জয় আরো বলেন, ‘বিশ্বে নির্দলীয় বলে কোনো নির্বাচন হয় না। উন্নত বিশ্বের সব দেশে সব (স্থানীয় সরকার) নির্বাচন দলীয়ভাবে হয়ে থাকে।’

তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তখন কেউ হারাতে পারে না। বিগত আওয়ামী লীগ সরকারের দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় দেশবাসী আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ লাভবান হয়।’

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি, জাতীয় সংসদের হুইপ এবং দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এসএম কামাল।

এর আগে জয় তার বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়া ও দাদা-দাদীর কবর জিয়ারত করেন। তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর তিনি কর্মী সভার মঞ্চে উঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দেন। এবং বঙ্গবন্ধুর ৯৪তম জন্মদিনের কেক কাটেন।

এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু জয়কে ফুলেল শুভেচ্ছা দেন।

প্রতিমন্ত্রী পলক এমপি বলেন, ‘পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে ১০ কিলোমিটার করে রাস্তা পাকা করা হবে।’

প্রতিমন্ত্রী বিপু এমপি বলেন-‘পীরগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। শুধু তাই নয়, যে নেতা আমাদের দিকে একবার তাকালে উন্নয়ন হয়, সেই নেতা পীরগঞ্জের মাটির সন্তান সজীব ওয়াজেদ জয়। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।’

প্যান্ট আর টি-শার্ট পরিহিত তরুণ এ রাজনীতিক কালো চশমা চোখে মঞ্চে উঠতেই স্লোগান আর করতালিতে মুখর হয়ে উঠে জয় সদন চত্বর।

তিনি বক্তব্যের একপর্যায়ে স্থানীয় নেতাদের অনুরোধ করে বলেন, ‘দেশের জন্য কাজ করেন, এলাকার জন্য কাজ করেন।’

কর্মীসভায় উপস্থিত ছিলেন, রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আন্তঃপেশা ও সমন্বয় বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, ছাত্রলীগ ক্দ্রেীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রনি, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক তাজিমুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতারা।

Wednesday, March 12, 2014

'পোকা তাড়াবে ‘ডিজিটাল কীটনাশক’

রংপুর: পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করতে এখন আর জমিতে কীটনাশক ছিটাতে হবে না। হবে না কোনো পরিবেশদূষণ, নষ্ট হবে না মাটির উর্বরতা শক্তি। শব্দ শুনিয়েই তাড়ানো যাবে পোকামাকড়। এ জন্য সৌরশক্তি ব্যবহার করে একটি যন্ত্র বানিয়েছেন রংপুরের একদল শিক্ষার্থী। যন্ত্রটি তৈরি করতে খরচ পড়েছে মাত্র এক হাজার ৩৭৫ টাকা। এরপর বিনা খরচে ওই যন্ত্র ব্যবহার করে বারবার পোকামাকড় তাড়ানো যাবে। তাঁরা যন্ত্রটির নাম দিয়েছেন ‘ডিজিটাল কীটনাশক মেশিন’।

যন্ত্রটি তৈরি করেছেন রংপুরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইইটি) কারিগরি প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড মেকানিক্যাল বিভাগের বিভিন্ন সেমিস্টারের ২৬ জন শিক্ষার্থী। গত ফেব্রুয়ারিতে তাঁরা রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল মেলায় যন্ত্রটি প্রদর্শন করে প্রথম পুরস্কার পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ডিজিটাল মেলার আয়োজকদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মিজানুর রহমান বলেন, যন্ত্রটি পরীক্ষা করে এর কার্যকরিতা পাওয়া গেছে।

যন্ত্রটি দিয়ে মশা-মাছিও তাড়ানো সম্ভব। সে জন্য এর শব্দতরঙ্গে খানিকটা পরিবর্তন আনতে হবে বলে জানান এর প্রধান উদ্যোক্তা আইইটির ইলেকট্রিক্যাল বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র জিয়াউদ্দিন পাইলট।

যন্ত্রে যা আছে: যন্ত্রটি প্রস্থে দুই ফুট এবং উচ্চতায় তিন ফুট। এর চারদিকে চারটি ছোট স্পিকার আছে, যা দিয়ে চারপাশে শব্দ বের হয়। একটি ড্রাইসেল ব্যাটারি, একটি ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি), একটি সোলার প্যানেল, একটি চিপ, একটি টুইটার ও কিছু বৈদ্যুতিক তার রয়েছে।

যেভাবে কাজ করে: ডিজিটাল যন্ত্রটির কার্যকরিতা দেখতে গত বৃহস্পতিবার আইইটির ১২-১৩ জন শিক্ষার্থীর সঙ্গে এই প্রতিবেদক রংপুর নগরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার একটি ধানখেতে যান। শিক্ষার্থীরা প্রথমে ধানখেতে যন্ত্রটি রাখেন। এর ওপর সোলার প্যানেল বসিয়ে সূর্যের দিকে তাক করে রাখেন। এরপর যন্ত্রের একটি সুইচ অন করেন। ঠক করে শব্দ হয়। কাঁপুনি দিয়ে যন্ত্রটি চালু হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আর শব্দ বোঝা যায় না। কিন্তু যন্ত্রটি চলছিল। কয়েক সেকেন্ড পরেই দেখা যায়, যন্ত্রের আশপাশের পোকামাকড় ছোটাছুটি করে পালাচ্ছে। যন্ত্রটির ব্যাপারে জিয়াউদ্দিন বলেন, এটি চালু করার পর একধরনের অডিও সিগন্যাল ও আলট্রাসাউন্ডের ভয়ে পোকামাকড় পালিয়ে যায়। এটি দূষণমুক্ত শব্দ, যা শুধু পোকামাকড় বুঝতে পারে।

যেভাবে তৈরি: ফসল ফলাতে জমিতে প্রতিনিয়ত রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হয়, যা পরিবেশ ও মানুষের শরীরে বিরূপ প্রভাব ফেলে। কীটনাশক ছাড়া পোকামাকড় দমনের উপায় নিয়ে এক বছর ধরে কাজ করতে থাকেন জিয়াউদ্দিন।

জিয়াউদ্দিন বলেন, ‘যন্ত্রটি তৈরি করতে তিন মাস সময় লেগেছে। প্রথমে একধরনের শব্দ সৃষ্টি করে খেতের মধ্যে প্রয়োগ করতে থাকি। এই শব্দ শোনার পর পোকামাকড় দূরে পালিয়ে যায়। যতদূর শব্দ যায়, ততদূর সরে যায়। ছোট্ট এই যন্ত্র চালু করলে প্রায় দেড় শতাংশ এলাকায় কোনো পোকামাকড় ভিড়তে পারবে না। এভাবে বিভিন্ন জায়গায় যন্ত্রটি বসিয়ে চালু করে পোকামাকড় তাড়ানো যায়। তবে শব্দের দূরত্ব বাড়ানো যাবে। এ জন্য যন্ত্রটি বড় আকারে বানাতে হবে।’ জিয়াউদ্দিন আরও বলেন, যন্ত্রটি খুব সহজে বহনযোগ্য। একবার তৈরি করলে কয়েক বছর চালানো যাবে। এক খেত থেকে অন্য খেতেও নেওয়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, কীটনাশক বারবার কিনে জমিতে দিতে হয়। অথচ ডিজিটাল যন্ত্রটি তৈরি করতে একবারই খরচ হয়। অল্প খরচে পরিবেশদূষণ ছাড়াই পোকামাকড় তাড়ানো যায়।