Friday, June 26, 2020

যে ককারণে রংপুরে সর্বোচ্চ আউশ ধান আবাদের রেকর্ড

স্টাফ রিপোর্টার: গত ২০ বছরের মধ্যে চলতি ২০২০-২১ মৌসুমে রংপুরে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে আউশ আবাদ হয়েছে। এবার আবাদ হয়েছে রেকর্ড পরিমাণ ৬৩ হাজার ৬৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রা ৫৯ হাজার ৬৭৫ হেক্টরের চেয়ে ৪ হাজার ১৫ হেক্টর বেশি অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি।

শুক্রবার ২৬শে জুন কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, দিন দিন রংপুর অঞ্চলে জনপ্রিয় হচ্ছে আউশ ধানের চাষ।

Thursday, June 18, 2020

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিরাজাম মুনিরা এবার সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে এবার সাময়িক বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে তাঁর রিমান্ড আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হকের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০০৯ সালের ৪৭–এর (৬) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

Saturday, June 13, 2020

শনাক্তের রিপোর্ট পেতে ধীরগতি, বাড়ছে করোনা সংক্রমণ

পীরগাছায় করোনা পরিস্থিতি

পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছায় নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে ধীরগতির অভিযোগ উঠেছে। প্রায়ই নমুনা রিপোর্ট আসতে সাত থেকে ১৩ দিন সময় লাগছে।  এই সময়ে অনেকে পরিবারসহ বাইরের লোকজনের সংস্পর্শে আসছেন।  ফলে উপজেলাজুড়ে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলায় শেষ দুই দিনে নয় জন নতুন করে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার তিনজন ও বুধবার ছয় জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।