Showing posts with label রংপুর. Show all posts
Showing posts with label রংপুর. Show all posts

Friday, June 26, 2020

যে ককারণে রংপুরে সর্বোচ্চ আউশ ধান আবাদের রেকর্ড

স্টাফ রিপোর্টার: গত ২০ বছরের মধ্যে চলতি ২০২০-২১ মৌসুমে রংপুরে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে আউশ আবাদ হয়েছে। এবার আবাদ হয়েছে রেকর্ড পরিমাণ ৬৩ হাজার ৬৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রা ৫৯ হাজার ৬৭৫ হেক্টরের চেয়ে ৪ হাজার ১৫ হেক্টর বেশি অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি।

শুক্রবার ২৬শে জুন কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, দিন দিন রংপুর অঞ্চলে জনপ্রিয় হচ্ছে আউশ ধানের চাষ।

Monday, January 6, 2014

রংপুর-৬ আসনে উপনির্বাচন করবেন জয়

ঢাকা, ৬ জানুয়ারি : রংপুর-৬ থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন থেকেই উপনির্বাচনে অংশ নেবেন ছেলে সজীব ওয়াজেদ জয়। এজন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন পীরগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

এর আগে গত ৩ জানুয়ারি রংপুরের পীরগঞ্জে এক নির্বাচনী পথসভায়র এক ঘরোয়া বৈঠকে জয় জানান, উপনির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে এ বিষয়ে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলে তিনি ভেবে দেখবেন বলে স্থানীয় নেতা-কর্মীদের আশ্বাস দেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, ওই বৈঠকে উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ ১৪ দলের নেতারাও উপস্থিত ছিলেন।

প্রায় দেড় ঘণ্টা চলা ওই বৈঠকে সবার মতামত গুরুত্ব সহকারে শোনেন সজীব ওয়াজেদ জয়। এ সময় ভেন্ডাবাড়ী থানাসহ পীরগঞ্জের সার্বিক উন্নয়নের দাবি উত্থাপন করা হয় জয়ের কাছে। সেখানে উপনির্বাচনে জয়কে প্রার্থী করারও জোরালো দাবি ওঠে। এ সময় নেতা-কর্মীদের দাবির মুখে জয় বলেন, ‘আমি নির্বাচনে না গেলেও পীরগঞ্জের অভিভাবক হয়ে কাজ করব।’

অন্যদিকে, গত বছর ৩১ ডিসেম্বর রংপুরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জয়কে নির্বাচনের পর আপনাদের কাছে পাঠিয়ে দেব। জয় এসে আপনাদের সঙ্গে থাকবে। এবার জয় আপনাদের সেবা করবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জয় আপনাদেরই সন্তান। তাকে পীরগঞ্জে আসতে হবে। আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে। জয় আপনাদের কথা সব সময় ভাবে।’

প্রধানমন্ত্রীর এই কথার মধ্যে জয়ের উপনির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত রয়েছে বলে মনে করেন স্থানীয় নেতারা। তার আগে রীতি অনুযায়ী আগামী সংসদে শপথ নিতে হলে দুটি আসনের মধ্যে একটি আসন ছেড়ে দিতে হবে প্রধানমন্ত্রীকে। সে ক্ষেত্রে ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, এ কারণে ২০১০ সালের ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য করা হয়। ওই দিন দুপুরে বিশেষ বর্ধিত সভায় তার এই সদস্যপদ চূড়ান্ত করেন রংপুর জেলা আওয়ামী লীগের নেতারা।

ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বি, টিপু মুন্সী প্রমুখ।