Wednesday, January 8, 2014

দিনাজপুরে কর্ণাই গ্রামে পরিকল্পিত হামলা : ১৮ দল

দিনাজপুর : নির্বাচন পরবর্তী সহিংসতায়  দিনাজপুরের কর্ণাই গ্রাম ও বীরগঞ্জ উপজেলায়  হিন্দু সম্প্রদায়ের অর্ধশতাধিক বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছে ১৮ দল।

দিনাজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। এ ঘটনার সাথে ১৮ দল জড়িত নয়। তাই ঘটনাস্থল পরিদর্শন ও অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে ১৮ দল। সংবাদ সম্মেলন থেকে  প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে বিচারের দাবি জানানো হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে বিভিন্ন সাহায্য দেয়ার পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের ধরতে যৌথ বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় ৬০ জনের নাম উল্লেখসহ ৭শ’ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। একদিকে হামলা আর অন্যদিকে গ্রেফতারের ভয়ে কর্ণাইসহ আশপাশের গ্রামগুলো প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে জেলা প্রশাসক আহমদ শামীম আল রজী জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

No comments:

Post a Comment