Sunday, January 5, 2014

দিনাজপুরে ভোটকেন্দ্রে হামলা, আনসারসহ গুলিতে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি: শনিবার রাতে দিনাজপুর সদরের নশিপুর স্কুল কেন্দ্রে হামলার সময় পুলিশের গুলিতে বাবুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। বিএনপির পক্ষে দাবি করা হয়েছে গুলিতে নিহত বাবুল ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড কমিটির নেতা। তবে পুলিশ এখনো এ ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

নির্বাচন বিরোধীদের আগুনে সবচেয়ে বেশি তাণ্ডব হয়েছে পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদের নির্বাচনী এলাকা দিনাজপুর ৪ -। ১২০টি কেন্দ্রের মধ্যে আগুনে ছাই হয়েছে ৫৭টি কেন্দ্র। সঙ্গে ব্যালট পেপার ভোট বাক্সসহ অন্যান্য নির্বাচনী উপকরণ। এছাড়াও ছিনিয়ে নেয়া হয়েছে জেলার উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রের ব্যালট পেপারসহ বিভিন্ন উপকরন।

খানসামার সহকারি রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম জানিয়েছেন, ৫২ টি কেন্দ্রের মধ্যে ৩০ টি কেন্দ্রে আগুন পুড়েছে ব্যালট পেপারসহ সব উপকরণ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওইসব কেন্দ্রের ভোটগ্রহণের বিকল্প ব্যবস্থা নিতে পারেনি তারা।

চিরিরবন্দরের সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ৬২টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে আগুন দেয়া হয়েছে। বিকল্প স্থানের অভাবে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে দিনাজপুর সদর ৩ আসনে ১০টি এবং দিনাজপুর ৫ আসনের পাবর্তীপুরে আগুন দেয়া হয়েছে পাঁচটি কেন্দ্রে। এসময় প্রিজাইডিং অফিসার এবং পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে আটজন।



দিনাজপুরে কেন্দ্রে ঢুকে আনসার সদস্যকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের চণ্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে ওয়াহেদ আলী নামে এক আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করেছে বিরোধী দলের কর্মীরা। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা কেন্দ্র ছেড়ে পালিয়ে যায়।

রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। দিনাজপুর-৫ আসনের ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

পার্বতীপুরের ওসি নুরুজ্জামান জানান,  তিনি সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন।

No comments:

Post a Comment