Wednesday, January 15, 2014

কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম : কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।


মঙ্গলবার দিবাগত গভীররাতে ভুরুঙ্গামারী উপজেলার পাগলার হাটে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- গৃহকর্তা সুলতান (৬০), স্ত্রী হাজেরা বেগম (৪০), নাতনী অনিকা (৭), নাতনী রোমানা (১৪)। 



স্থানীয়রা জানান, গভীররাতে উপজেলার দিয়াডাঙ্গ গ্রামের সিঁদ কেটে সুলতানের বাড়ির ভিতরে ঢুকে দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ছয়জনকে হত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলে গৃহকর্তা সুলতানসহ তার দুই নাতনী নিহত হন। এ সময় গুরুতর আহত হন স্ত্রী হাজেরা, মেয়ে মৌসুমিসহ আরো একজন। বুধবার সকালে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাজেরার মৃত্যু হয়। 


ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

No comments:

Post a Comment