Wednesday, December 25, 2013

সাংবাদিক আফতাব আহমদেকে হত্যার ঘটনায় ডিসিজেএ’র নিন্দা


ফটো সাংবাদকি আফতাব আহমেদ

ঢাকা, ২৫ ডিসেম্বর: একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ফটো সাংবাদকি আফতাব আহমদেকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ডিসিজেএ)। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে সংগঠনটি।
বুধবার ডিসিজেএ’র সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ ও সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
ডিসিজেএ নেতারা মনে করেন, ফটো সাংবাদিকতায় অনন্য নজির  স্থাপনকারী আফতাব আহমদেকে হত্যার মাধ্যমে হত্যাকারীরা প্রমাণ করেছে,  সংবাদর্কমীরা কতো বড় ঝুঁকিতে আছনে। অপরাধী যে বা যারাই হোক, তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, আফতাব আহমেদকে হারিয়ে দেশের সাংবাদিক সমাজ একজন যোগ্য অভিভাবককে হারিয়েছে। তার অভাব কোনোভাবেই পূরণ হবার নয়। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ডিসিজেএ নেতৃবৃন্দ। 



No comments:

Post a Comment