Monday, September 23, 2019

ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে জলপাই পাতা


ডেস্ক রিপোর্ট: জলপাই তেলের গুণের কথা কমবেশি সবারই জানা। কিন্তু অনেকেরই জানা নেই, এ গাছের পাতা ফলের মতোই উপকারী। জলপাই পাতায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরী, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়ালসহ নানাবিধ উপকারী উপাদান থাকে। 

জলপাইয়ের পাতা খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়- হেলদি বিল্ডার্জড জানায়--

১. বিশেষজ্ঞদের মতে, জলপাই পাতার রস রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

২. ২০১১ সালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায়, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধের মতো এ পাতা রক্তচাপ কমাতে কার্যকরী। আরেক গবেষণায় দেখা গেছে, জলপাইয়ের পাতা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়।

৩. রক্তচাপ ও কোলেস্টেরলের কমাতে কার্যকরী হওয়ায় জলপাই পাতা হৃদরোগজনিত জটিলতা কমাতেও সাহায্য করে।

৪. অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় জলপাই পাতা ত্বকের সমস্যা কমায়। সেই সঙ্গে ত্বকে তারুণ্যতা বজায় রাখে।

৫. জলপাই পাতা যেকোনো ধরনের প্রদাহ কমাতে দারুণ কাজ করে। বিশেষ করে বাতের ব্যথা কমাতে এটি দরুণ কার্যকরী।

জলপাই পাতা পানিতে ফুটিয়ে সে পানিটা ছেঁকে খেতে পারেন। এছাড়া এ পাতার গুঁড়াও পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে।

নানা সমস্যার উপকারি বন্ধু ‘কালিজিরা’

ডেক্স রিপোর্ট: প্রাকৃতিক ঔষধি হিসেবেও কালিজিরা বেশ জনপ্রিয়। কালিজিরাতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট নানা রোগের হাত থেকে আমাদের রক্ষা করে। জ্বর, সর্দি, গায়ে ব্যথায় কালিজিরা যথেষ্ট উপকারি।

শুধু এটুকুই নয়, গবেষণা বলছে কালিজিরার সবচেয়ে বড় গুণ ওজন কমাতে। সঠিক নিয়মে ও পরিমিত পরিমাণে কালিজিরা খেলে ওজন কমে যায়। আসুন জেনে নেই, ওজন কমানোসহ নানা সমস্যায় কালিজিরার উপকারিতা সম্পর্কে-
এনডিটিভি অনলাইন জানায়- 

ওজন কমায়

কালিজিরা উচ্চ আঁশসমৃদ্ধ। তাই কালিজিরা খেলে দীর্ঘক্ষণ ক্ষুধার অনুভূতি থাকে না। ফলে বার বার খাওয়ার প্রবণতা কমে যায়। রান্নায় কালিজিরা ব্যবহার করলে খাদ্যের পুষ্টিগুণও বাড়ে। তাই রান্নায় কালিজিরা ব্যবহার করুন। কালিজিরা গুঁড়া ভাতের  সঙ্গে মিশিয়েও খেতে পারেন। ওজন কমাতে গ্রিন টি’র সঙ্গে কালিজিরা মিশিয়ে খাওয়া ভালো। এতে বিপাক প্রক্রিয়া ভালো হয় এবং ওজন নিয়ন্ত্রণে আসে।

পেটের জন্য উপকারি

কালিজিরা পেটের জন্য ভালো। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য কালিজিরা খুব উপকারি। কালিজিরা হজমেও সাহায্য করে। ক্ষুধামন্দা দূর করে। নিয়মিত কালিজিরা খেলে পেটের সমস্যা দূর হয়।

ঠান্ডাভাব কমায়

সর্দি-কাশি দূর করতে কালিজিরার ব্যবহার নতুন কিছু নয়। কালিজিরা গুঁড়া করে সরিষার তেল ও লবণ দিয়ে মেখে ভর্তা হিসেবে খেতে পারেন। এছাড়া কালিজিরা ব্যবহার করলেও উপকার পাবেন। একটি পাতলা কাপড়ে সামান্য কালিজিরা জড়িয়ে তা নাকের কাছে নিয়ে বড় করে শ্বাস টানুন কিছুক্ষণ। একটু ঝাঁজ লাগবে। তবে সর্দি কমে যাবে দ্রুত। ঠান্ডার কারণে যাদের শ্বাসকষ্ট হয়, তারা এভাবে নিয়মিত কালিজিরা ব্যবহার করতে পারেন।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে

রক্তে কোলেষ্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে কালিজিরা। ফলে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

রক্ত চলাচল ঠিক রাখে

নিয়মিত কালিজিরা খেলে দেহে রক্ত চলাচলের মাত্রা ঠিক থাকে। এতে হৃদযন্ত্র ভালো থাকে্ মনোযোগ ধরে রাখতেও সাহায্য করে এটি।

কালিজিরা তেল উপকারি

ঠান্ডার সমস্যায় গলা ও বুকে কালিজিরা তেল লাগাতে পারেন। এছাড়া যাদের অতিরিক্ত চুল পড়ে তারাও এই তেল মাথায় ব্যবহার করতে পারেন। শরীরের যেকোন জায়গার আঘাতজনিত ব্যথায় কালিজিরা তেল উপকারি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কালিজিরায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফসফরাস। তাই জীবাণুর সংক্রমণ ঠেকাতে কালিজিরা খান নিয়মিত।

সতর্কতা

চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভবতী নারীদের কালিজিরা খাওয়া উচিত না। এতে গর্ভের শিশুর মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।

‘সকল রোগের মহৌষধ’ হিসেবে কালিজিরার জুড়ি নেই। শারীরিক যে সমস্যার কারণেই কালিজিরা খান, তা সঠিক পরিমাণে হওয়া চাই। প্রতিদিন কতটুকু কালিজিরা খেলে ওজন নিয়ন্ত্রণে আসবে তা চিকিৎসকের কাছে জেনে নিন। শারীরিক বিশেষ কোন সমস্যার কারণে চিকিৎসক কালিজিরা খেতে নিষেধ করলে অবশ্যই তা মেনে চলা উচিত। 

Sunday, September 22, 2019

চালু হবে চিলাহাটি-হলদিবাড়ি রেলসংযোগ

নীলফামারী প্রতিনিধি: চিলাহাটি-হলদিবাড়ি রেলসংযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোনালি অধ্যায়ে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। গতকাল দুপুরে নীলফামারীর চিলাহাটিতে ভারতের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই রেলের উন্নতি হয়। আর অন্য দল ক্ষমতায় থাকলে সব লুটেপুটে খায়। এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিশেষ অতিথি রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে উত্তরোত্তর উন্নতিতে প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত গর্ব করে। রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমানের সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত সংসদ সদস্য রাবেয়া আলীম, রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক হারুন-অর-রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, বাংলাদেশ-ভারত রেলপথের এই রুটটি ৫৪ বছর ধরে বন্ধ থাকার পর আবারো ডোমার উপজেলার চিলাহাটি থেকে সচল হচ্ছে ভারতে হলদিবাড়ির সঙ্গে রেল যোগাযোগ। দীর্ঘ প্রতীক্ষার পর আবারো রেল সুবিধা পাবেন এই অঞ্চলের মানুষ। উভয় দেশের ১১ দশমিক ৩৪ কিলোমিটার রেললাইনের মধ্যে বাংলাদেশ অংশের প্রায় সাড়ে সাত কিলোমিটার রেললাইন নির্মাণের কাজ করছে ম্যাক্স ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। রেলপথটি নির্মাণের কাজ ২০২১ সালের জানুয়ারির মধ্যে শেষ করা হবে বলে জানা গেছে। মোট ৮০ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৬ দশমিক ৭২৪ কিলোমিটার এই রেল লাইন স্থাপনের কাজ করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সূত্র মতে, রেলপথ স্থাপন শেষ হলে প্রথম ধাপে চলাচল করবে পণ্যবাহী রেল। দ্বিতীয় ধাপে যাত্রীবাহী ট্রেন। যাত্রীবাহী ট্রেনের মধ্যে ঢাকা হতে নিউ জলপাইগুড়ি (শিলিগুড়ি) ও নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের দর্শনা সীমান্ত হয়ে কলকাতা শিয়ালদহ পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে রেলওয়ের সূত্রে জানা গেছে। 

ভাংনী আহমদিয়া ফাজিল মাদ্রাসার গভার্নিং বডির নির্বাচনের তথ্য ফাঁস

রংপুর ব্যুরো: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন ভাংনী আহমদিয়া ফাজিল মাদ্রাসার ২১শে জুন ১৭ তারিখে গভর্নিং বডির কোনো নির্বাচন হয়নি মর্মে অভিযোগ পাওয়া গেছে।
অধ্যক্ষ মো. মাকছুদুর রহমান জামেলী জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ৬৮৫/১৭ এর প্রদত্ত আদেশের প্রেক্ষিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত সাপেক্ষ আমার সাময়িক বরখাস্ত বিধি মোতাবেক না হওয়ায় তা ২৮শে মার্চ ১৭ তারিখে ইস্যুকৃত পত্রের মাধ্যমে বাতিল করেছেন মর্মে আমি ২৯ শে মার্চ ১৭ তারিখ হতে প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। ফলে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ স্বয়ংক্রীয় ভাবে বিলুপ্ত হয়েছে। মাদ্রাসা অধিদপ্তর ও মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং  ১৪১৭০/১৭ এর প্রদত্ত আদেশের প্রেক্ষিতে শিক্ষক কর্মচারীগণের মার্চ ২০১৭ সাল হতে আগষ্ট ২০১৭ সাল পর্যন্ত ঈদুল ফিতর ও ঈদুল আযহার উৎসব ভাতার বেতন বিল প্রদান করেছি।

তথাকথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সালেহ  মো.জাকারিয়া ০১ এপ্রিল ১৭ ইং তারিখে গর্ভনিং বডির ভ’য়া রেজিলেশন সৃজন করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ২৮শে মার্চ ১৭ তারিখে পত্রের কার্যকারিতা এবং অধ্যক্ষের কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে ৩টি রিট দায়ের করেন। তন্মধ্য ৪৮৩৭/১৭ ও ৫৮৯১/১৭ রিট দুটি খারিজ হয়। ৭৩৫২/১৭ রিটে বিশ্ব বিদ্যালয়ের পত্রের কার্যকারিতা ৩ মাসের স্ট্রে অর্ডার আদেশ হয়। অধ্যক্ষ কর্তৃক আপিল নং ২২৬৪/১৭ তাং ১৩.০৬.২০১৭ তারিখে ৭৩৫২/১৭ রিট মামলার স্ট্রে অর্ডার স্ট্রে করা হয়।
ফলে, সুপ্রীম কোর্টের আপিল নং ২২৬৪/১৭ স্ট্রে অর্ডার থাকায় অধ্যক্ষ ব্যতীত অন্য কারো নির্বাচন করার আইনগত কোনো এখতিয়ার নাই।তথাকথিত ভারপ্রাপপ্ত অধ্যক্ষ আবু সালেহ মো. জাকারিয়া সুপ্রীম কোর্টের ২২৬৪ স্ট্রে অর্ডার লংঘন করে ২১শে জুন ১৭ তারিখে অভিভাবক, দাতা ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভ’য়া কাগজপত্র সৃজন করে প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্ট করায় জাকারিয়া সহ নয়জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে। য পিবিআই কর্তৃক তদন্ত চলছে।

উপাধ্যক্ষ মো. গ্ফোরান আলী ওয়াহেদী জানান, ২১ শে জুন ১৭ তারিখে গর্ভনিং বডির নির্বাচনের বিষয়ে বিভিন্ন অফিসে ( জেলা প্রশাসক রংপুর, মাদ্রাসা অধিদপ্তর ও ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয় ও শিক্ষা মন্ত্রনালয়) অভিযোগ করা হলেও অদ্যবধি তার কোনো অগ্রগতি নেই। যা সম্পূর্ণ ভুয়া বানোয়াট ও ভিত্তিহীন। মাদ্রাসার সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়া ও সাবেক সদস্য ইলিয়াস আহমেদ ওয়াহেদী ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় কোনো নির্বাচন হয় নাই। 

আব্দুল বাতেন মিয়া ও হযরত আলী দাতা সদস্য জানান, যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় দাতা সদস্যের কোনো নির্বাচন হয় নাই। যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় দাতা সদস্যেও কোনো নির্বাচন হয় নাই। জনাব সোলায়মান, আবুল কাশেম ও নুরুল ইসলাম ছাত্র/ছাত্রী অভিভাবক যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় অভিভাবক  সদস্যের কোনো নির্বাচন হয় নাই। ছাত্র/ ছাত্রী  মো. জেনারুল ইসলাম , রফিকুল ইসলাম, খাদিজাতুল কোবরা, যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় কোনো নির্বাচনের আয়োজন হয় নাই। 

মোছা. শাহানাজ বেগম,ছদরুল ইসলাম, আতোয়ার রহমান জানান, অত্র মাদ্রাসায় ২০১৬ সালের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর আর কোনো নির্বাচন হয় নাই । আমরা একবারে ভোট দিয়েছি।

আকরামুল ইসলাম, ওয়ারেছ আহমেদ,আকমল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, আকবর আলী, ফাকরুল ইসলাম,আব্দুল বাতেন হামেদী, খয়রত হোসেন, রফিকুল ইসলাম তারা সকলেই জানান যে ২১ শে জুন ১৭ তারিখে অত্র মাদ্রাসায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। যা সম্পূর্ন ভুয়া ও বানোয়াট ও ভিত্তিহীন। এলাকাবসী সূত্র জানা যায়, অত্র প্রতিষ্ঠানটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী সু-শৃঙখল শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি নানান সমস্যায় দীর্ঘদিন থেকে জজর্ড়িত। দীর্ঘদিন থেকে অধ্যক্ষের পদ নিয়ে টানাটানি চলছ্।ে মামলা মোকদ্দমা, শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হওয়ায় শিক্ষাঙ্গনে শিক্ষার কোনো পরিবেশ নাই। শিক্ষক কর্মচারী গণের ৪৩ লাখ টাকা সরকারী কোষাগাড়ে ফেরৎ যায়।  এলাকাবাসী প্রতিষ্ঠানটি রক্ষার স্বার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।  

Monday, September 16, 2019

রংপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় ফেনসিডিল পরিবহন কাজে ব্যবহৃত পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা দক্ষিণ তিতপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাক ড্রাইভার সিরাজুল ইসলাম (৩০) ও তার সহযোগী একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামিনুল ইসলাম (১৮)। র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল শনিবার সন্ধ্যা ৬টায় মিঠাপুকুর শঠিবাড়ি এলাকার শান্তিপুর নামক স্থানে মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট২২-৩৮১৫) থেকে এক হাজার দুই বোতল ফেনসিডিল উদ্ধারসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।