Wednesday, January 8, 2014


ঢাকা : রংপুর-৬ আসন থেকে উপ-নির্বাচন করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ছোট ভাই জিএম কাদের। জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ছোটভাই জিএম কাদেরকে ছেড়ে সংসদে যেতে রাজি নয় জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপর-৬ আসন ছেড়ে দিতে চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন তিনি।

এরশাদের অনুরোধে রংপুর-৬ আসন ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনে এমপি হিসেবে বহাল থাকছেন প্রধানমন্ত্রী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশন সচিবের কাছে দলের পক্ষ থেকে রংপুর-৬ আসন ছেড়ে দেয়া সংক্রান্ত একটি চিঠি পৌঁছান এডভোকেট রিয়াজুল কবির কাওসার।

প্রসঙ্গত, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন বর্জনের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল ছিলেন তার ভাই ও দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়পত্র প্রত্যাহার করলেও গৃহীত হয়নি তা। ফলে লালমনিরহাট-৩ আসনে তার প্রার্থীতা বহাল থাকে। যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বির কাছে হেরে যান জিএম কাদের। 

No comments:

Post a Comment