Thursday, January 2, 2014

আমার মাকে ভোট দিতে কেন্দ্রে আসুন, পথসভায় জয়

জানুয়ারি ০২, ২০১৪পীরগঞ্জ থেকে: মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় বেরিয়ে রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ি চেতনা হাইস্কুল মাঠে প্রথম পথসভা করেছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার বেলা তিনটায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জয় বলেন, ‘আমার মা  জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের প্রার্থী। তাকে ভোট দিতে আপনারা ভোটকেন্দ্রে আসুন। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।’ ‘যুদ্ধাপরাধীদের ‍মুক্তির জন্যই বিএনপি সন্ত্রাস করছে’ উল্লেখ করে জয় আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কাদের মোল্লার ফাঁসি হয়েছে, বাকিদেরও ফাঁসি হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’ এর আগে বৃহস্পতিবার দুপুর ১টায় হেলিকপ্টারযোগে সৈয়দপুরে পৌঁছান তিনি। সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর পীরগঞ্জের উদ্দেশে যাত্রা করেন তিনি। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আসন্ন ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সফরকালে পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ, বড়দরগা ৩নং ইউনিয়ন এবং ভেন্ডাবাড়ি ২নং ইউনিয়নে পথসভা করবেন জয়। এছাড়াও থাকবে ব্যাপক জনসংযোগ। নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরই মধ্যে পীরগঞ্জ সফর করে সাধারণ মানুষকে ভোট উৎসবে মেতে ওঠার আহ্বান জানিয়েছেন। 
মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার পাচঁগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ ও টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এসব ভাষণে প্রধানমন্ত্রী পীরগঞ্জবাসীর ভোট চান। এ সময় তিনি জানান, নির্বাচনের আগে বাকি দিনগুলোতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জে অবস্থান করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির নুর আলম যাদু।

No comments:

Post a Comment