Thursday, March 4, 2021

ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত এসি উন্মোচন করলো ওয়ালটন - Outlook Bangla

ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত এসি উন্মোচন করলো ওয়ালটন - Outlook Bangla: ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত এসি উন্মোচন করলো ওয়ালটন ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত এসি উন্মোচন করলো ওয়ালটনভয়েস কমান্ড নিয়ন্ত্রিত এসি উন্মোচন করলো ওয়ালটন

Tuesday, March 2, 2021

রংপুর বিভাগে টিকা গ্রহণকারী ৩ লাখ ছাড়ালো


রংপুর প্রতিনিধি: রংপুর বিভাগের আট জেলায় করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। তেইশতম দিন মঙ্গলবার (২ মার্চ) পর্যন্ত টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ তিন হাজার ৯২। তবে শুরুর দিকের চেয়ে টিকা গ্রহণকারীর সংখ্যা কমে আসছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে। বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা সবচেয়ে কম। দিনাজপুরে টিকা গ্রহণকারীর সংখ্যা প্রথম দিকে বৃদ্ধি ফেলেও এখন অনেক কমে গেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গ্রামাঞ্চলে বিশেষ করে, উপজেলা পর্যায়ে টিকা গ্রহণকারীর সংখ্যা শতকরা দুই ভাগে নেমে এসেছে।


রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীরা অলস সময় কাটাচ্ছেন। দু-চার জন করে আসছেন আর টিকা নিচ্ছেন। কর্তব্যরত একজন স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, টিকা নেওয়ার ব্যাপারে প্রথমদিকে সাধারণ মানুষের মাঝে আগ্রহ দেখা গিয়েছিল। এখন তা অনেক কমে গেছে।


রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আহাদ আলী টিকা গ্রহণকারীর সংখ্যা তিন লাখ ছাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় ১০ হাজার ৩৫৪ জন টিকা নিয়েছেন। মঙ্গলবার রংপুর বিভাগের আট জেলার মধ্যে রংপুর জেলায় সবচেয়ে বেশি দুই হাজার ৩৯৭ জন টিকা নিয়েছেন।  এরপরেই রয়েছে দিনাজপুর। এখানে টিকা নিয়েছেন দুই হাজার ১৭৮ জন। এছাড়া পঞ্চগড় জেলায় ৮৯২ জন, নীলফামারীতে এক হাজার ৬৮০ জন, লালমনিরহাটে ৮২৪ জন,  কুড়িগ্রামে ৭৪৯ জন, ঠাকুরগাঁয়ে ৭৮৩ জন এবং গাইবান্ধায় ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ছয় হাজার জন এবং নারী চার হাজার ৩৫৪ জন।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পুলিশ ও বিজিবির অনেক সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ টিকা নিচ্ছেন। তবে নারীদের টিকা নেওয়ার অগ্রহ খুবই কমই লক্ষ করা গেছে। টিকা গ্রহণকারী কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।


এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. আহাদ আলী জানান, রংপুর বিভাগের দুই মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহণকারীর সংখ্যা কমছে বলে স্বীকার করলেও এটা ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।