Wednesday, July 17, 2019

ঘরে বসেই মিলবে আমদানি-রপ্তানির সনদ

অর্থনৈতিক রিপোর্টার: আমদানি-রপ্তানির সনদ পেতে আর সরকারি অফিসের দ্বারে দ্বারে ঘুরতে হবে না; অনলাইনে প্রয়োজনীয় নথি জমা দিয়ে মাত্র পৌনে দুই ঘণ্টার মধ্যে সনদ পাওয়া যাবে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রিড়া পরিষদ ভবনে নতুন সেবাটির উদ্বোধনের সময় এতথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি। তিনি বলেন, সরকার ব্যবসার রাস্তা সহজ করার জন্য নানামুখী যে উদ্যোগ নিচ্ছে, নতুন এই অনলাইন লাইসেন্স মডিউল বা ওএলএম তার একটি। এই সেবা যেন ব্যবসায়ীদের উপকারে আসে এই দপ্তরের কর্মকর্তাদের সে বিষয়ে মনোযোগ দিতে হবে। আপনার কেউ যেন মানুষের কষ্টের কারণ হবেন না-এটাই আমার অনুরোধ। অনলাইন লাইসেন্স মডিউলের ওয়েবসাইটে (যঃঃঢ়://ড়ষস.পপরব.মড়া.নফ/ৎবমরংঃব) গিয়ে নিবন্ধন করে এই সেবা নেয়া যাবে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মফিজুল ইসলাম বলেন, কর্মকর্তাদের ব্যক্তিগত সংস্পর্শে না এলে দুর্নীতির সুযোগ কমে যায়। দুর্নীতি যাতে না হয়, ঘুষ যাতে দিতে না হয় সেজন্যই ঘরে বসে সরকারি সেবা পাওয়ার এই ব্যবস্থা করা হয়েছে। আমদানি-রপ্তানির প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর জানান, বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সহযোগিতায় এ সেবা চালু হয়েছে। উদ্যোগটি ২০১৫ সালে নেয়া হয়। তিনি বলেন, এক সপ্তাহ ধরে চলবে লাইসেন্স নবায়ন মেলা। লাইসেন্স নিতে ইচ্ছুক যে কেউ প্রয়োজনীয় তথ্য নিয়ে দপ্তরে এলে অল্প সময়ের দাপ্তরিক কাজ সারতে পারবেন। নিজস্ব ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন লাইসেন্স।